ফর্চুনারের দিন শেষ? ভারতে উৎপাদন শুরু হলো ভক্সওয়াগেন টেইরন R-লাইনের, প্রিমিয়াম ফিচারে ঠাসা এই ৭-সিটার!

ভারতীয় বাজারে প্রিমিয়াম এসইউভি (SUV) সেগমেন্টে নিজেদের আধিপত্য ফিরে পেতে কোমর বেঁধে নামছে ভক্সওয়াগেন। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর প্ল্যান্টে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কোম্পানির নতুন ৭-সিটার ফ্ল্যাগশিপ এসইউভি, ভক্সওয়াগেন টেইরন আর-লাইন (Volkswagen Tayron R-Line)-এর উৎপাদন। ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই এই গাড়িটি রাস্তায় নামাতে প্রস্তুত জার্মান এই অটো জায়ান্ট।

বিশাল স্পেস ও শক্তিশালী পারফরম্যান্স টেইরন আর-লাইনটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক MQB EVO প্ল্যাটফর্মের ওপর। টিগুয়ানের তুলনায় এর হুইলবেস ১০৯ মিমি বাড়ানো হয়েছে, যার ফলে ৩-সারির এই গাড়িতে মিলবে বিশাল জায়গা। এতে থাকছে একটি ২.০-লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন, যা ২০৪ হর্সপাওয়ার এবং ৩২০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সাথে থাকছে ৭-স্পিড ডুয়াল-ক্লাচ অটোমেটিক গিয়ারবক্স এবং অল-হুইল ড্রাইভের (AWD) সুবিধা।

ফিচারের রাজকীয় সম্ভার ভক্সওয়াগেন তাদের এই মডেলে কোনো কার্পণ্য করেনি। গাড়ির ভেতরে থাকছে একটি বিশাল ১৫-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ৩০-রঙের অ্যাম্বিয়েন্ট লাইটিং। শুধু তাই নয়, আরামদায়ক ভ্রমণের জন্য সামনের আসনগুলোতে থাকছে ভেন্টিলেশন এবং ম্যাসেজ ফাংশন। প্যানোরামিক সানরুফ এই গাড়ির প্রিমিয়াম লুককে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

নিরাপত্তা ও প্রতিদ্বন্দ্বিতা ইউরো এনক্যাপ (Euro NCAP) ক্র্যাশ টেস্টে ৫-স্টার রেটিং পাওয়া এই গাড়িতে রয়েছে লেভেল ২ ADAS প্রযুক্তি, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং ৭টি এয়ারব্যাগ। ভারতে এর আনুমানিক দাম হতে পারে প্রায় ৫০ লক্ষ টাকা। লঞ্চের পর এটি সরাসরি টক্কর দেবে টয়োটা ফরচুনার, স্কোডা কোডিয়াক, জিপ মেরিডিয়ান এবং এমজি গ্লস্টার (ম্যাজেস্টর)-এর মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের।