মাঠে কাব্য মারানের ‘তিন আঙুল’ ম্যাজিক! SA20 ফাইনালে জেতার পর সানরাইজার্স মালকিনের এই ছবি কেন তুফানি ভাইরাল?

রবিবার দক্ষিণ আফ্রিকার মাটিতে ফের একবার ‘অরেঞ্জ আর্মি’র গর্জন। SA20 লিগের হাই-ভোল্টেজ ফাইনালে প্রিটোরিয়া ক্যাপিটালসকে গুঁড়িয়ে দিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো সানরাইজার্স ইস্টার্ন কেপ। কিন্তু খেলার মাঠের উত্তেজনার চেয়েও এখন বেশি চর্চা হচ্ছে স্ট্যান্ডে বসে থাকা দলের মালকিন কাব্য মারানকে নিয়ে। ম্যাচ জেতার ঠিক পরেই তাঁর একটি বিশেষ ভঙ্গি সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে।

কাব্য মারানের ‘থ্রি ফিঙ্গার’ সেলিব্রেশন জয়ের মুহূর্ত আসতেই খুশিতে ফেটে পড়েন কাব্য। তাঁকে দেখা যায় নিজের হাত দিয়ে তিন আঙুলের একটি বিশেষ ইশারা করতে। এই ‘থ্রি’ আসলে তাঁর দলের তৃতীয় খেতাব জয়কে নির্দেশ করছে। উল্লেখ্য, ২০২৬ সালের এই লিগটি ছিল চতুর্থ সংস্করণ। এর আগে ২০২৩ এবং ২০২৪ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স। মাঝে কেবল ২০২৫ সালে এমআই কেপ টাউন জিতেছিল। ফের ২০২৬-এ ট্রফি উদ্ধার করে কাব্য মারান বুঝিয়ে দিলেন, দক্ষিণ আফ্রিকার লিগে তাঁর দলই আসল ‘বস’।

ম্যাচের রোমহর্ষক টার্নিং পয়েন্ট টসে জিতে এদিন বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স অধিনায়ক ট্রিস্টান স্টাবস। প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে ডেওয়াল্ড ব্রেভিস একার হাতে লড়াই করেন। মাত্র ৫৬ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ৭টি ছক্কা। কিন্তু তাঁর এই মহাকাব্যিক সেঞ্চুরিও দলকে জেতাতে পারেনি। লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল সানরাইজার্স। সেখান থেকে ম্যাথু ব্রিটজকে (৬৮*) এবং অধিনায়ক ট্রিস্টান স্টাবসের (৬৩*) অবিচ্ছেদ্য পার্টনারশিপ চার বল বাকি থাকতেই ট্রফি এনে দেয় কাব্যকে।

সোশ্যাল মিডিয়ায় কাব্যের জয়গান সাধারণত আইপিএল বা এসএ২০ লিগে কাব্যের হতাশ মুখ দেখতে অভ্যস্ত নেটিজেনরা। কিন্তু রবিবারের জয় ছিল অন্যরকম। প্রায় প্রতি ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকা কাব্য যখন জয়ের পর ট্রফি সংখ্যা আঙুলে দেখালেন, তখন থেকেই নেটিজেনরা বলতে শুরু করেছেন, “এটাই কাব্যের সেরা প্রত্যাবর্তন।” আইপিএলের মেগা নিলামের আগে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির এই জয় কি বিপক্ষ দলগুলোর জন্য বড় কোনো হুঁশিয়ারি? সময়ই তা বলবে।