বাজেট ২০২৬: বিনিয়োগকারীদের পকেটে কি টান পড়বে? কেন ‘LTCG’ কর প্রত্যাহারের দাবিতে সরব বাজার বিশেষজ্ঞরা

কেন্দ্রীয় বাজেট ২০২৬ এগিয়ে আসতেই ভারতের কোটি কোটি শেয়ার বাজার বিনিয়োগকারীর কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। প্রতি বছরের মতো এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর’ বা Long Term Capital Gain (LTCG) ট্যাক্স। ছোট হোক বা বড়—প্রতিটি বিনিয়োগকারীর মুনাফার ওপর সরাসরি প্রভাব ফেলে এই কর। ফলে এবারের বাজেটে অর্থমন্ত্রীর ঝুলি থেকে এই খাতে কোনো বড় ছাড় মিলবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

সহজ ভাষায় বলতে গেলে, যখন কোনো ব্যক্তি দীর্ঘ সময় (শেয়ার ও ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ১২ মাসের বেশি) ধরে কোনো সম্পত্তি বা স্টক ধরে রাখার পর তা বিক্রি করে মুনাফা অর্জন করেন, সেই লাভের ওপর যে কর দিতে হয় তাকেই LTCG ট্যাক্স বলে। বর্তমান নিয়ম অনুযায়ী, বছরে ১.২৫ লক্ষ টাকার বেশি দীর্ঘমেয়াদী মুনাফার ওপর ১২.৫% হারে কর দিতে হয়। বিনিয়োগকারীদের মূল দাবি হলো, এই কর চক্রবৃদ্ধি হারের (Compounding) জাদুকে নষ্ট করে দেয়। যারা দীর্ঘ ১০-২০ বছর ধরে সন্তানদের পড়াশোনা বা অবসরের জন্য টাকা জমান, লাভের একটা বড় অংশ কর হিসেবে চলে যাওয়ায় তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা ধাক্কা খায়।

বিনিয়োগকারীদের অভিযোগ, এই করে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনকে বিবেচনায় রাখা হয় না। অর্থাৎ, সময়ের সাথে টাকার মান কমলেও পুরো মুনাফার ওপর সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে। এছাড়া, কোম্পানিগুলো কর্পোরেট ট্যাক্স দেয় এবং লভ্যাংশের ওপরও আলাদা কর দিতে হয়। এমতাবস্থায় LTCG ট্যাক্সকে অনেকে ‘ট্রিপল ট্যাক্সেশন’ বা তিনবার কর আদায়ের সমান বলে মনে করছেন। বাজার বিশেষজ্ঞদের মতে, করের ভয়ে অনেক বিনিয়োগকারী লাভজনক স্টক বিক্রি করতে চান না, যা বাজারের স্বাভাবিক লেনদেনকে ব্যাহত করে। এখন দেখার বিষয়, ২০২৬-এর বাজেটে সরকার এই সীমা বৃদ্ধি করে বা করের হার কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেয় কি না।