AI-অবয়ব দিয়ে শর্টস বানাতে পারবেন ইউটিউবাররা, হলো বড় ঘোষণা

🔹 Bengali Version:
এখন আপনার হয়ে ভিডিও বানাবে আপনারই এআই রূপ! ইউটিউব শর্টসে আসছে অবিশ্বাস্য ফিচার। নিজের মতো দেখতে ‘এআই অবতার’ দিয়ে আয় করুন লক্ষ লক্ষ টাকা! ইউটিউব সিইও-র বড় ঘোষণা। ইউটিউবে এবার এআই বিপ্লব: টেক্সট লিখলেই তৈরি হবে গেম আর মিউজিক, বদলাচ্ছে শর্টসের দুনিয়া!
টেক ডেস্ক: ইউটিউব নির্মাতাদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে গুগল। এবার আর সশরীরে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রয়োজন নেই, আপনার হয়ে ভিডিও শ্যুট করে দেবে আপনারই মতো দেখতে এক ‘এআই ডিজিটাল ভার্সন’ বা ডিজিটাল অবয়ব। ইউটিউবের সিইও নিল মোহন তাঁর বার্ষিক চিঠিতে জানিয়েছেন, ২০২৬ সালেই নির্মাতারা তাঁদের নিজস্ব চেহারা ও আকৃতির এআই সংস্করণ ব্যবহার করে ইউটিউব শর্টস তৈরি করতে পারবেন।
ভার্চুয়াল আপনিই হবেন নতুন তারকা: ইউটিউবের এই ‘এআই লাইকনেস’ ফিচারের মাধ্যমে একজন নির্মাতা নিজের ডিজিটাল ক্লোন তৈরি করতে পারবেন। ফলে কোনো ব্যস্ততার কারণে ভিডিও শ্যুট করতে না পারলেও, নির্মাতার এআই অবতার নিখুঁতভাবে তাঁর ভঙ্গিমায় ভিডিও বানিয়ে দেবে। এই ফিচারটি ঠিক কবে থেকে সবাই ব্যবহার করতে পারবেন, তা নিয়ে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা দেবে মেটা-র প্রতিদ্বন্দ্বী এই ভিডিও প্ল্যাটফর্ম।
গেম থেকে গান— সবই হবে এআই-তে: শুধু ডিজিটাল অবতারই নয়, ইউটিউব এই বছর একগুচ্ছ এআই ফিচার আনছে। যার মধ্যে রয়েছে:
-
এআই মিউজিক ও অটো-ডাবিং: যেকোনো ভাষাতে আপনার ভিডিও ডাব করা যাবে অনায়াসেই।
-
এআই চ্যাটবট: চ্যানেলের ভিউ কেন বাড়ছে বা কমছে, তা বুঝিয়ে দেবে এআই।
-
টেক্সট-টু-গেম: শুধু লিখে দিলেই এআই তৈরি করে দেবে খেলার মতো ছোট গেম।
-
শর্টস ভিডিও ক্লিপ: এআই নিজে থেকেই আপনার লম্বা ভিডিও থেকে আকর্ষণীয় শর্টস তৈরি করে দেবে।
নিম্নমানের কন্টেন্টে কড়া নজর: তবে এআই-এর অপব্যবহার নিয়ে সতর্ক ইউটিউব। নিল মোহন স্পষ্ট করেছেন যে, স্রেফ ভিউ পাওয়ার জন্য এআই দিয়ে তৈরি নিম্নমানের বা স্প্যাম কন্টেন্ট (AI Slop) কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দর্শকদের দেখার অভিজ্ঞতা উন্নত রাখতে স্প্যাম এবং ক্লিকবেইট প্রতিরোধে ইউটিউব তাদের সিস্টেমকে আরও শক্তিশালী করছে।
শর্টসে নতুন চমক: পাশাপাশি শর্টস ফিডেও বড় বদল আসছে। এখন থেকে শর্টস ফিডের মাঝেই সরাসরি হাই-কোয়ালিটি ছবি বা নতুন ফরম্যাটের পোস্ট দেখতে পাবেন দর্শকরা। সব মিলিয়ে ২০২৬ সালে ইউটিউব নির্মাতাদের এক অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী করতে চলেছে।