‘নীতিন-বরণ’ দিয়ে ২০২৬-এর বাংলা জয়ের শঙ্খনাদ! দুর্গাপুর-বর্ধমান কাঁপাতে আসছেন বিজেপির নয়া কাপ্তান

বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বসার পর প্রথম রাজ্য সফর হিসেবে পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছেন নীতিন নবীন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি দুই দিনের ঝটিকা সফরে রাজ্যে আসছেন তিনি। নীতিন নবীন যখন সংগঠনের ভীত মজবুত করতে ব্যস্ত থাকবেন, তার ঠিক পরেই ৩০ এবং ৩১ জানুয়ারি রাজ্য়ে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অর্থাৎ, জানুয়ারির শেষ সপ্তাহে বিজেপির শীর্ষ নেতাদের জোড়া সফরে রাজনৈতিক উত্তাপ চরমে উঠতে চলেছে বাংলায়।

দিল্লির গদিতে বসার পর নীতিন নবীন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, পশ্চিমবঙ্গ, অসম এবং তামিলনাড়ুতে সরকার গঠনই তাঁর প্রধান লক্ষ্য। সেই নীল নকশা কার্যকর করতে ২৭ জানুয়ারি দুর্গাপুরে রাজ্য কোর কমিটির একটি মেগা বৈঠক করবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। নির্বাচনের আগে সংগঠনের তৃণমূল স্তরে যে ফাঁকফোকরগুলি রয়েছে, তা ভরাট করার স্পষ্ট নির্দেশ দেবেন নয়া সভাপতি।

পরের দিন অর্থাৎ ২৮ জানুয়ারি নীতিন নবীন পৌঁছবেন পূর্ব বর্ধমানে। চিত্রালয় মেলা প্রাঙ্গণে বর্ধমান বিভাগের কার্যকর্তাদের সম্মেলনে যোগ দিয়ে কর্মীদের চাঙ্গা করবেন তিনি। বিকেলে আসানসোল জেলা কার্যকর্তা সভায় তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নীতিন নবীন ও অমিত শাহর এই ঘনঘন সফর ইঙ্গিত দিচ্ছে যে, কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকে এবার আর হালকাভাবে নিচ্ছে না। বিশেষ করে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে চলমান বিতর্কের মাঝেই বিজেপির এই সাংগঠনিক তৎপরতা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ।