‘মার খাইয়ে রাজনীতি হবে না’, আক্রান্ত নেতার বাড়ি গিয়েই হুঙ্কার শুভেন্দুর, পরিবারকে দিলেন বড় প্রতিশ্রুতি!

ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। আক্রান্ত বিজেপি (BJP) নেতা তাপস বারিকের বাড়িতে পৌঁছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে তিনি সরাসরি আক্রান্ত নেতার পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাঁদের পাশে দাঁড়িয়ে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের পূর্ণ আশ্বাস দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে পৌঁছেছে।
সম্প্রতি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন বিজেপি নেতা তাপস বারিক। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ওপর প্রাণঘাতী হামলা চালায় এবং তাঁর পরিবারকেও হেনস্থা করা হয়। এদিন তাপসবাবুর বাড়িতে পৌঁছে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন শুভেন্দু। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং স্পষ্ট জানান, “বিজেপি কর্মীদের ওপর এই অত্যাচার আর সহ্য করা হবে না। আক্রান্ত নেতা ও তাঁর পরিবারের পাশে দল বটের মতো দাঁড়িয়ে থাকবে।” শুধু তাই নয়, চিকিৎসার খরচ থেকে শুরু করে আইনি লড়াই—সব ক্ষেত্রেই বড় ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
পরিবারের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেজাজ হারান শুভেন্দু। তিনি মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশকে নিশানা করে বলেন, “পুলিশের মদতে গুন্ডারাজ চলছে বাংলায়। তৃণমূল ভাবছে মারধর করে বিজেপিকে দমিয়ে দেবে, কিন্তু ২০২৬-এর নির্বাচনে মানুষ ব্যালটে এর জবাব দেবে। প্রত্যেকটি হামলার হিসাব নেওয়া হবে।” বিরোধী দলনেতার এই সফরের পর ওই এলাকায় বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, শুভেন্দুর এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির, তাদের দাবি এটি নেহাতই একটি স্থানীয় ঘটনা এবং এর সাথে রাজনীতির যোগ নেই।