নীলকুঠিতে ফিরছে নীল বিষ! হাতে বন্দুক, চোখে চেনা জেদ— ৮ বছর পর ফের স্বরূপে মন্টু পাইলট!

অপেক্ষার অবসান হতে চলেছে ওটিটি প্রেমীদের। দীর্ঘ আট বছর পর নীলকুঠির অলিগলিতে আবার শোনা যাবে মন্টুর পায়ের শব্দ। টলিউড অভিনেতা সৌরভ দাসের জন্মদিনে সামনে এল ‘মন্টু পাইলট’ সিজন ৩-এর এক্সক্লুসিভ ফার্স্ট লুক। আর প্রথম ছবিতেই চমকে দিয়েছেন সৌরভ। চোখে গাঢ় কাজল, হাতে উদ্যত বন্দুক আর রাজকীয় মেজাজে মন্টু যেন এবার আরও বেশি বিধ্বংসী।

আগের দুটি সিজনে সৌরভ দাস ও শোলাঙ্কি রায়ের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এবারও ‘ভ্রমর’ হিসেবে শোলাঙ্কি ফিরছেন মন্টুর জীবনে। তবে এবারের গল্পে থাকছে বড়সড় ট্যুইস্ট। জনপ্রিয় এই সিরিজের নতুন সিজনে যোগ দিচ্ছেন পার্নো মিত্র। তাঁর লুক অত্যন্ত রহস্যময় রাখা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে অনুগামীদের মধ্যে। এছাড়া খলনায়ক হিসেবে দেখা যাবে পরিচালক-অভিনেতা কিউ (Q)-কে, যার চরিত্রের নাম ‘জাহাঙ্গীর’। আগের মতোই নিজের দাপুটে অবস্থানে অনড় থাকছেন ‘বিবিজান’ ওরফে চান্দ্রেয়ী ঘোষ।

পরিচালক দেবালয় ভট্টাচার্য এবার নীলকুঠির অন্ধকার জগতকে আরও বড় ক্যানভাসে তুলে ধরছেন। প্রকাশিত স্টিল ছবিগুলোতে প্রতিটি চরিত্রের নতুন মেকওভার নজর কেড়েছে। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের দোলযাত্রার অবসরেই মুক্তি পেতে চলেছে ‘মন্টু পাইলট সিজন ৩’। জন্মদিনে সৌরভের এই রিটার্ন গিফট পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা।