সরশুনায় রহস্যমৃত্যু: বন্ধ ঘরে ঝুলন্ত দেহ, স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে খুনের বিস্ফোরক অভিযোগ পরিবারের!

দক্ষিণ কলকাতার সরশুনায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার সকালে সরশুনার রাম রোড এলাকায় নিজের ভাড়াবাড়ি থেকে সানি সিং নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে করা হলেও, মৃতের পরিবারের পক্ষ থেকে সরাসরি খুনের অভিযোগ তোলা হয়েছে। ঘটনার তদন্তে নেমে সানির স্ত্রী এবং শ্যালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে সরশুনা থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, স্ত্রী পুনিতা সিং এবং মেয়ের সঙ্গে ওই বাড়িতে থাকতেন সানি। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে চরম অশান্তি চলছিল। ঘটনার আগের রাতেও তাঁদের মধ্যে বড়সড় বিবাদ হয় বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে সিলিং ফ্যান থেকে সানির দেহ ঝুলতে দেখেন পুনিতা ও প্রতিবেশীরা।

তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য:

  • মৃতের দিদি সঙ্গীতা সাউ অভিযোগ করেছেন যে, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়। তাঁর দাবি, পুনিতা এবং তাঁর ভাই রাকেশ পাসোয়ান মিলে সানিকে খুন করেছেন।

  • ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে সানির। তবে এটি আত্মহত্যা না কি শ্বাসরোধ করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

  • নিহতের গলায় একটি গভীর দাগ ছাড়া শরীরের অন্য কোথাও চোটের চিহ্ন মেলেনি।

সরশুনা থানার পুলিশ ইতিমধ্যেই পুনিতা সিং এবং তাঁর ভাই রাকেশ পাসোয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরেই কি এই চরম পরিণতি, না কি এর পিছনে রয়েছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র? উত্তর খুঁজছে পুলিশ।