থালাপথি বিজয়ের শেষ ছবিতে বড় ধাক্কা! ‘জন নায়কন’ কি তবে আর মুক্তি পাবে না? আদালত নিল চূড়ান্ত সিদ্ধান্ত

দক্ষিণী সুপারস্টার থালাপথি বিজয়ের বহু প্রতীক্ষিত শেষ সিনেমা ‘জন নায়কন’ (Jana Nayagan) ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতা আরও ঘনীভূত হলো। ২০ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্ট এই ছবির সার্টিফিকেশন সংক্রান্ত মামলায় সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর আপিলের ওপর তাদের রায় সংরক্ষিত রেখেছে। ফলে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ছবিটি প্রেক্ষাগৃহে আসার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা এক প্রকার অনিশ্চিত হয়ে পড়ল।
কী নিয়ে বিতর্ক? মূলত ছবির সেন্সর শংসাপত্র বা সার্টিফিকেট নিয়েই বিবাদের সূত্রপাত। প্রথমে মাদ্রাজ হাইকোর্টের একজন একক বিচারক ছবিটিকে ‘U/A’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সিবিএফসি সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। তাঁদের দাবি, ছবির কিছু বিষয়বস্তু নিয়ে আপত্তি রয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি মনীন্দ্র মোহন শ্রীবাস্তব এবং বিচারপতি জি অরুল মুরুগানের ডিভিশন বেঞ্চে দিনভর সওয়াল-জবাব চলে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই আপিলের পক্ষে যুক্তি দেন।
অপেক্ষায় ভক্তকুল: বিজয়ের রাজনৈতিক সফরের আগে এটিই তাঁর শেষ ছবি হিসেবে গণ্য করা হচ্ছে, তাই ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। গত ৯ জানুয়ারি ছবিটি মুক্তির কথা থাকলেও আইনি গেরোয় তা আটকে যায়। এখন হাইকোর্টের চূড়ান্ত রায়ের ওপরই নির্ভর করছে বিজয়ের এই মেগা প্রজেক্টের ভবিষ্যৎ। আদালত পরবর্তী শুনানির দিন এখনও জানায়নি, যার ফলে মুক্তির দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা অব্যাহত।