রক্তাক্ত কাবুল! কড়া নিরাপত্তায় মোড়া হোটেলে ভয়াবহ বিস্ফোরণ, লাশের স্তূপ দেখে শিহরিত বিশ্ব!

আফগানিস্তানের রাজধানী কাবুল আবারও এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল। সোমবার সন্ধ্যায় শহরের অত্যন্ত সুরক্ষিত এবং ভিআইপি এলাকা হিসেবে পরিচিত ‘শাহর-ই-নও’ পাড়ার একটি হোটেলে এই শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। প্রাথমিক খবর অনুযায়ী, এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা অনেক। তবে হতাহতের সঠিক সংখ্যা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছে স্থানীয় প্রশাসন।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, শাহর-ই-নও বাণিজ্যিক এলাকার একটি হোটেলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, এই এলাকাটি কাবুলের অন্যতম নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত, যেখানে বিভিন্ন দেশের দূতাবাস, গুরুত্বপূর্ণ সরকারি দফতর এবং বড় শপিং মল অবস্থিত। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে আশেপাশের ভবনগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের পরপরই গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে তালেবান বাহিনী। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অ্যাম্বুলেন্সের সাইরেনে ভারী হয়ে ওঠে কাবুলের আকাশ। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিরাপত্তা সংস্থাগুলি তদন্ত শুরু করেছে। যদিও এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে অতীতে এই ধরণের হামলার নেপথ্যে আইএসআইএল (আইএসআইএস)-এর হাত ছিল বলে ধারণা করা হচ্ছে। ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও, একের পর এক বিস্ফোরণ সাধারণ মানুষের মনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে। ২০২২ সাল থেকে কাবুলের বিভিন্ন জনবহুল এলাকায় হামলার ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে, যা তালেবান প্রশাসনের গোয়েন্দা ব্যর্থতাকেই বারবার আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।