বিএমসিতে ঐতিহাসিক বিপর্যয় কংগ্রেসের! ঘুরে দাঁড়াতে কাকে বেছে নিলেন ডিকে শিবকুমাররা?

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) নির্বাচনে ইতিহাসের সবচেয়ে শোচনীয় ফলের পর এবার ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করল কংগ্রেস। সোমবার দলের পক্ষ থেকে তিনবারের অভিজ্ঞ কাউন্সিলর আশরাফ আজমি-কে বিএমসিতে ‘দলনেতা’ হিসেবে নিযুক্ত করা হয়েছে। কুরলা থেকে জয়ী আজমি এখন পুরসভায় কংগ্রেসের কণ্ঠস্বর হয়ে উঠবেন। নবনির্বাচিত প্রতিনিধিদের পাশাপাশি অল্প ব্যবধানে হেরে যাওয়া প্রার্থীদের নিয়ে এদিন এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন কংগ্রেস বিধায়ক আমিন প্যাটেল।
কংগ্রেসের ভরাডুবি ও বর্তমান পরিসংখ্যান: ২২৭ আসনের বিএমসিতে এবার কংগ্রেসের ঝুলিতে এসেছে মাত্র ২৪টি আসন, যা দলের ইতিহাসে সর্বনিম্ন। এর বিপরীতে বিজেপি ৮৯টি এবং একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা ২৯টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। উদ্ধব ঠাকরের শিবসেনা (UBT) পেয়েছে ৬৫টি আসন। কংগ্রেসের এই বিপর্যয়ের পর নিচুতলার সংগঠনকে চাঙ্গা করা এবং ২০২৯-এর লক্ষ্যে নতুন নেতৃত্ব তুলে আনাই এখন হাইকম্যান্ডের প্রধান লক্ষ্য।
ভবিষ্যতের রণকৌশল: বিধায়ক আমিন প্যাটেল জানান, প্রতিকূল পরিস্থিতির মধ্যে যারা লড়াই করেছেন, তাঁদের মধ্য থেকেই আগামী দিনের নেতা বেছে নেওয়া হবে। বিএমসিতে বিরোধী দল হিসেবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আশরাফ আজমির অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় হাত শিবির।