দিল্লিতে বড়সড় নাশকতার ছক! খালিস্তানি ও বাংলাদেশি জঙ্গিদের টার্গেটে প্রজাতন্ত্র দিবস? সতর্ক করল গোয়েন্দারা

২০২৬ সালের প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রাক্কালে বড়সড় জঙ্গি হামলার আশঙ্কায় কাঁপছে দেশ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (IB) এক বিস্ফোরক রিপোর্টে জানিয়েছে, ভারতের এই জাতীয় উৎসবে ব্যাঘাত ঘটাতে হাত মেলাতে পারে নিষিদ্ধ খালিস্তানি গোষ্ঠী এবং বাংলাদেশভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠনগুলো। শুধু দিল্লি নয়, দেশের একাধিক বড় শহরে এই হামলার ছক কষা হচ্ছে বলে শনিবার এক উচ্চপর্যায়ের সতর্কবার্তা জারি করা হয়েছে।
গ্যাংস্টার ও জঙ্গিদের ‘বিপজ্জনক’ আঁতাত গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে এক উদ্বেগজনক তথ্য। বিদেশে বসে থাকা খালিস্তানি হ্যান্ডলাররা এখন পঞ্জাবের গ্যাংস্টারদের ‘ফুট সোলজার’ বা পদাতিক হিসেবে ব্যবহার করছে। এই গ্যাংস্টাররা দিল্লি-এনসিআর (NCR), হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে সক্রিয় রয়েছে। অপরাধমূলক নেটওয়ার্কের মাধ্যমে তারা খালিস্তানি জঙ্গিদের রসদ এবং লোকবল সরবরাহ করার চেষ্টায় রয়েছে বলে জানা গেছে।
নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে রাজধানী প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ যেখানে অনুষ্ঠিত হয়, সেই কর্তব্য পথ (Kartavya Path) সহ দিল্লির জনবহুল এলাকাগুলোকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। ইতিমধ্যে উত্তর দিল্লি পুলিশের পক্ষ থেকে লাল কেল্লা, চাঁদনি চক, সদর বাজার এবং কাশ্মীর গেট মেট্রো স্টেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় একাধিক ‘মক ড্রিল’ চালানো হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা হচ্ছে:
-
৫৩ কোম্পানি অতিরিক্ত বাহিনী: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অতিরিক্ত ৫,৫০০ জওয়ান মোতায়েন করার নির্দেশ দিয়েছে।
-
মোস্ট ওয়ান্টেড পোস্টার: মেট্রো স্টেশন ও বড় বাজারে আরশ ডাল্লা সহ অন্যান্য মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের ছবি লাগানো হয়েছে।
-
ড্রোন নজরদারি: লাল কেল্লা ও সংলগ্ন এলাকায় ড্রোনের মাধ্যমে আকাশপথে কড়া পাহারা চলছে।
-
ট্রাফিক অ্যাডভাইজরি: প্যারেড রিহার্সালের জন্য দিল্লির বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
গোয়েন্দাদের আশঙ্কা, এই জঙ্গি গোষ্ঠীগুলো বিদেশের মাটি থেকে উস্কানি পেয়ে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনার বিশেষ দল এবং দিল্লি পুলিশ সজাগ রয়েছে।