মমতার কলমে নতুন গান! শিলিগুড়ির ‘মহাকাল মহাতীর্থ’ নিয়ে বড় চমক মুখ্যমন্ত্রীর

: রাজনীতির ব্যস্ত ময়দান সামলেও ফের নিজের সৃজনশীলতার পরিচয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির মাটিগাড়ায় গড়ে উঠছে নতুন শিবমন্দির ‘মহাকাল মহাতীর্থ’। আর এই বিশেষ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে একটি নতুন গান উপহার দিলেন মুখ্যমন্ত্রী নিজেই।

গানের কথা ও সুর দুই-ই মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর লেখা এই ভক্তিমূলক গানে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। উত্তরবঙ্গের মানুষের জন্য এই তীর্থক্ষেত্রটি আগামী দিনে অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে সুপ্রিম স্বস্তি

অন্যদিকে, রাজ্য রাজনীতির নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।

ঘটনার প্রেক্ষাপট:

  • কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির বেঞ্চ মুকুলের বিধায়ক পদ খারিজের নির্দেশ দিয়েছিল।

  • হাইকোর্ট বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করেছিল।

  • এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুকুলের ছেলে শুভ্রাংশু রায়

আজ শুনানিতে শুভ্রাংশুর আইনজীবীরা দাবি করেন, শুধুমাত্র একটি ভিডিও এবং কিছু স্ক্রিনশটকে ভিত্তি করে বিধায়ক পদ খারিজ করা আইনত ঠিক নয়। সুপ্রিম কোর্ট আপাতত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে এবং পরবর্তী শুনানি ৬ সপ্তাহ পর ধার্য করা হয়েছে। এর ফলে আপাতত বিধায়ক পদ বজায় থাকছে মুকুল রায়ের।