‘তু মেরি ম্যায় তেরা’ ফ্লপ হতেই বড় সিদ্ধান্ত কার্তিকের, ব্যর্থতার দায় কাঁধে নিয়ে নজির গড়লেন অভিনেতা

বলিউডের ‘পোস্টার বয়’ কার্তিক আরিয়ানের জন্য সময়টা বেশ কঠিন যাচ্ছে। গত বড়দিনে (২০২৫) বড় আশা নিয়ে মুক্তি পেয়েছিল তাঁর রোম্যান্টিক কমেডি ছবি ‘তু মেরি ম্যায় তেরা’। কিন্তু দর্শক এবং সমালোচকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ছবিটি। তবে ছবির এই শোচনীয় ফলের পর কার্তিক যে নৈতিক সাহসিকতা দেখিয়েছেন, তা বর্তমানে বি-টাউনের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

১৫ কোটি টাকা ফেরালেন কার্তিক: বিভিন্ন সূত্র অনুযায়ী, ছবির ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন কার্তিক। প্রযোজনা সংস্থা ‘ধর্ম প্রোডাকশন’-এর আর্থিক ক্ষতি কিছুটা কমাতে তিনি তাঁর পারিশ্রমিকের একটি বড় অংশ অর্থাৎ ১৫ কোটি টাকা করণ জোহরকে ফিরিয়ে দিয়েছেন। এর আগেও ‘শেহজাদা’ ছবির সময় তিনি একইভাবে প্রযোজকদের পাশে দাঁড়িয়েছিলেন। কার্তিকের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে তিনি কেবল সাফল্যের ভাগীদার নন, ব্যর্থতাতেও দলের বিশ্বস্ত সঙ্গী।

কেন ব্যর্থ হলো এই ছবি? বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, এই ছবির ব্যর্থতার প্রধান কারণ হলো একই সময়ে মুক্তি পাওয়া অ্যাকশন ধামাকা ‘ধুরন্ধর’-এর দাপট। ‘ধুরন্ধর’ ঝড়ে কার্তিকের রোম্যান্টিক কমেডিটি কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে। ১৫০ কোটি টাকা বাজেটের এই ছবি ভারতে মাত্র ৩২.৫০ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। দুর্বল চিত্রনাট্য এবং নেতিবাচক রিভিউ ছবিটিকে ডুবিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।

করণ জোহরের সাথেই আছেন কার্তিক: মাঝে রটেছিল যে ছবি ফ্লপ হওয়ায় করণের ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি থেকে বেরিয়ে গিয়েছেন কার্তিক। তবে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁদের পেশাদার সম্পর্ক এখনও অটুট। কার্তিক এখন তাঁর পরবর্তী বড় প্রজেক্ট ‘নাগজিলা’ (Naagzilla) নিয়ে ব্যস্ত, যা ধর্ম প্রোডাকশনের ব্যানারেই তৈরি হচ্ছে। এছাড়া তাঁর ঝুলিতে রয়েছে ‘ভুল ভুলাইয়া ৪’ এবং ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র মতো বিগ বাজেট ছবি। ভক্তদের আশা, কার্তিক দ্রুত এই ধাক্কা সামলে আবার এক নম্বর আসনে ফিরবেন।