দক্ষিণী মহলে বিয়ের সানাই! ভ্যালেন্টাইনস ডে-তেই কি দ্বিতীয়বার বিয়ে করছেন ধনুশ? কনে কিন্তু জনপ্রিয় এই নায়িকা

২০২৬ সালের শুরু থেকেই দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বইছে বিয়ের হাওয়া। বিজয় দেবোরাকোন্ডা ও রশ্মিকা মান্দানার বিয়ের গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই বিনোদন জগতে আছড়ে পড়ল আরও এক বড় খবর। কান পাতলেই শোনা যাচ্ছে, খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তামিল সুপারস্টার ধনুশ এবং জনপ্রিয় অভিনেত্রী মৃণাল ঠাকুর।

পুরনো শোক কাটিয়ে নতুন জীবন: ২০২২ সালে মেগাস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছিলেন ধনুশ। তাঁদের বিচ্ছেদ ভক্তদের স্তম্ভিত করে দিয়েছিল। দুই ছেলের দায়িত্ব সামলানোর পাশাপাশি ধনুশ যে নিজের জীবনে এগিয়ে যেতে চান, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। এবার সেই জল্পনাই বাস্তবে রূপ নিতে চলেছে বলে খবর। শোনা যাচ্ছে, আগামী ১ ফেব্রুয়ারি অথবা ১৪ ফেব্রুয়ারি—ভ্যালেন্টাইনস ডে-র বিশেষ দিনেই বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা জুটি।

কোথায় শুরু এই প্রেমের গল্প? ধনুশ ও মৃণালের সম্পর্কের গুঞ্জন অবশ্য নতুন নয়। ‘সন অফ সর্দার ২’-এর শুটিং সেট থেকেই তাঁদের ঘনিষ্ঠতার খবর চাউর হয়েছিল। সেটে তাঁদের কেমিস্ট্রি অনেকেরই নজর কেড়েছিল। যদিও সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে মৃণাল বারবার জানিয়েছেন যে তাঁরা ‘কেবলই বন্ধু’, কিন্তু তাঁদের ঘনঘন একসঙ্গে দেখা যাওয়া অন্য ইঙ্গিতই দিচ্ছিল।

ঘনিষ্ঠ মহলে বিয়ের অনুষ্ঠান: সূত্রের খবর, কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং অত্যন্ত ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের হাত ধরবেন তাঁরা। শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হবে বিয়ের আচার। যদিও এই বিষয়ে ধনুশ বা মৃণাল কেউই এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি, তবুও অনুরাগীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এখন দেখার, সত্যিই কি ফেব্রুয়ারি মাসে নতুন কোনো রূপকথা শুরু হয় দক্ষিণী পর্দায়?