. শীতের ছুটিতে দুবাইয়ের স্বাদ! জয়সলমেরের মরুভূমি আর সোনার কেল্লায় মেতে উঠুন অ্যাডভেঞ্চারে

শীতের রোদে দুবাইয়ের মতো মরুভূমির অভিজ্ঞতা নিতে চাইলে রাজস্থানের জয়সলমের হতে পারে আপনার সেরা গন্তব্য। এখানে ‘সাম স্যান্ড ডিউন্স’-এ জিপ সাফারি আর উটের পিঠে চড়ে ঘোরার অভিজ্ঞতা সারাজীবন মনে রাখার মতো। এছাড়া পরিষ্কার আকাশে নক্ষত্র দেখার (Stargazing) সুযোগও মেলে এখানে।

দিল্লি থেকে মাত্র ১৫ ঘণ্টার ট্রেন সফরেই পৌঁছে যাওয়া যায় এই ‘গোল্ডন সিটি’-তে। ইউনেস্কো হেরিটেজ সোনার কেল্লা এই শহরের অন্যতম প্রধান আকর্ষণ। শহরের থেকে ৪০ কিমি দূরে মরুভূমিতে তাঁবুতে রাত কাটানোর অভিজ্ঞতা আপনাকে মুগ্ধ করবে। এছাড়া ভারত-পাক সীমান্তের তনোট মাতা মন্দির এবং লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম দেখতে ভুলবেন না।