বারাসতে নিপা আতঙ্কের নেপথ্যে কি খেজুরের রস? মৃত মহিলার সূত্র ধরেই চাঞ্চল্যকর তথ্য ফাঁস!

বারাসতে নিপা ভাইরাসের প্রকোপ নিয়ে এবার বিস্ফোরক তথ্য সামনে এল। বর্তমানে আইসিইউ-তে চিকিৎসাধীন দুই নার্সের সংক্রমণের উৎস খুঁজতে গিয়ে এক মৃত মহিলার হদিস পেয়েছেন বিশেষজ্ঞরা, যাঁকে বারাসতে নিপা ভাইরাসের সম্ভাব্য ‘প্রথম বাহক’ বা ‘পেশেন্ট জিরো’ বলে মনে করা হচ্ছে।

খেজুরের রস থেকেই কি কাল হল? তদন্তে জানা গিয়েছে, গত ১৯ ডিসেম্বর ওই মহিলা প্রবল জ্বর, শ্বাসকষ্ট ও বমি নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় ২২ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। চাঞ্চল্যকর বিষয় হলো, অসুস্থ হওয়ার কিছুদিন আগেই ওই মহিলা খেজুরের কাঁচা রস খেয়েছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, বাদুড়ের লালা মিশ্রিত খেজুরের রস থেকেই নিপা ভাইরাস ছড়ানোর প্রবল সম্ভাবনা থাকে। ওই মহিলার শরীরে যে উপসর্গ ছিল, তা নিপা ভাইরাসের লক্ষণের সঙ্গে হুবহু মিলে গিয়েছে।

বিপজ্জনক ‘সুপ্ত’ ক্ষমতা: স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিপা ভাইরাসের জীবাণু শরীরে প্রায় ৬২ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। ডিসেম্বরে মৃত ওই মহিলার সেবা করার পর বর্তমানে দুই নার্স নিপা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে একজন বর্তমানে কোয়ায় রয়েছেন। পুনের ল্যাবরেটরি থেকে তাঁদের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ৭ জানুয়ারি একই হাসপাতালে আরও এক রোগীর মৃত্যুও এখন সন্দেহের তালিকায়।

সতর্কতা ও নজরদারি: পরিস্থিতি পর্যালোচনায় ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্য স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল মৃত মহিলার বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেছেন। শুরু হয়েছে ব্যাপক ‘কন্ট্যাক্ট ট্রেসিং’। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সাধারণ মানুষকে খেজুরের কাঁচা রস খাওয়া থেকে কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে। সামান্য জ্বর বা শ্বাসকষ্ট হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।