কৃষকদের জন্য বড় ধামাকা! বাজেটের পরই কি মিলবে পিএম কিষাণের ২২তম কিস্তি? জেনে নিন দিনক্ষণ

দেশের কোটি কোটি অন্নদাতার জন্য খুশির খবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২২তম কিস্তি নিয়ে দেশজুড়ে উত্তেজনা তুঙ্গে। গত ১৯ নভেম্বর তামিলনাড়ুর কোয়েম্বাটোর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন। এবার প্রশ্ন হলো, পরবর্তী ২,০০০ টাকা কবে আসবে? ২০২৬ সালের আসন্ন সাধারণ বাজেট কি এই কিস্তির দিনক্ষণ বদলে দেবে? দেখে নিন বিস্তারিত তথ্য।
বাজেটের পরেই কি আসবে টাকা? সাধারণত প্রতি চার মাস অন্তর এই প্রকল্পের টাকা দেওয়া হয়। গত বছরের হিসাব অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি বিহারের ভাগলপুর থেকে ১৯তম কিস্তি প্রকাশ করা হয়েছিল। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজেট অধিবেশনের ব্যস্ততার কারণে ১ ফেব্রুয়ারির আগে টাকা পাওয়ার সম্ভাবনা কম। ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সরকার ২২তম কিস্তির ঘোষণা করতে পারে। রবি শস্য কাটা এবং খরিফ মরশুমের প্রস্তুতির মুখে এই অর্থ কৃষকদের জন্য অক্সিজেন হিসেবে কাজ করবে।
আপনার কিস্তি কি আটকে যেতে পারে? অনেক সময় নথিপত্রের গোলমাল বা ই-কেওয়াইসি (e-KYC) না থাকার কারণে টাকা অ্যাকাউন্টে ঢোকে না। তাই আগেভাগেই স্ট্যাটাস চেক করে নিন: ১. পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ যান। ২. ‘Know Your Status’ অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর ও ক্যাপচা কোড দিন। ৩. ওটিপি (OTP) ভেরিফিকেশন করলেই আপনার বর্তমান অবস্থা সামনে আসবে।
গ্রামের তালিকা চেক করুন: আপনার গ্রামের কারা এই সুবিধা পাচ্ছেন তা দেখতে ‘Beneficiary List’ অপশনে গিয়ে রাজ্য, জেলা ও গ্রাম সিলেক্ট করুন। তালিকায় নাম থাকা মানেই আপনি সরকারি রেকর্ডে ২২তম কিস্তির জন্য সম্পূর্ণ যোগ্য।