“বুকের পাটা থাকলে আটকে দেখান”, সেবাশ্রয় উদ্বোধনে শুভেন্দুকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের, উত্তপ্ত মেদিনীপুর

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রামের মাটি। শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়েই এবার বিরোধী দলনেতাকে তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন করতে এসে অভিষেক সাফ জানালেন, ভোটের ব্যবধান নিয়ে বুক চাপড়ানো সহজ, কিন্তু মানুষের জন্য কাজ করা কঠিন।

১৯৫৬ বনাম ১৯-এর লড়াই: একুশের নির্বাচনে ১৯৫৬ ভোটে জয়ের রেকর্ড নিয়ে বারবার তৃণমূলকে বিঁধেছেন শুভেন্দু। এদিন তার পাল্টা দিয়ে অভিষেক বলেন, “১৯৫৬ ভোটের দম্ভ না দেখিয়ে গত ৫ বছরে নন্দীগ্রামের জন্য ১৯টা কী কাজ করেছেন, তার হিসেব দিন স্থানীয় বিধায়ক। ১৯টা রাস্তা কি হয়েছে? ৫৬টা গরিব মানুষের মাথার ওপর ছাদ হয়েছে? ২টো পানীয় জলের প্রকল্প হয়েছে? হিসেব দিতে পারবেন না।”

সেবাশ্রয় ও শুভেন্দুকে কটাক্ষ: শুভেন্দু অধিকারী আগে এই স্বাস্থ্য শিবিরের ওষুধের মান ও অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার জবাবে অভিষেক এদিন চাঁছাছোলা ভাষায় বলেন, “আপনার নামের পাশে ‘অধিকারী’ থাকলেই সব কিছুর অধিকার জন্মায় না। অর্থের হিসেব নেওয়ার আপনি কে? হিসেব নেবে আয়কর দফতর।” এমনকি শুভেন্দুকে মানসিক চিকিৎসার পরামর্শ দিয়ে অভিষেক টিপ্পনি কাটেন, “যাঁদের মাথার সমস্যা আছে, তাঁদের জন্য এখানে সাইক্রিয়াটিস্ট রাখা হয়েছে। দু-দিন পর বিজেপির লোকেরাও এখানে চিকিৎসা করাতে আসবেন।”

ভোটার তালিকা নিয়ে SIR তোপ: এদিন শুধু স্থানীয় উন্নয়ন নয়, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হন অভিষেক। ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, “সব ভুল কি শুধু বাংলাতেই? গুজরাত বা উত্তরপ্রদেশে কেন এমন হয় না?” ভোটার তালিকা সংশোধনের চক্রান্ত রুখতে আগামী দিনে কলকাতা ও দিল্লিতে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে নন্দীগ্রাম থেকে ২০২৬-এর সুর বেঁধে দিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।