তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লি-এনসিআর, ৩ ডিগ্রিতে নামল পারদ; স্কুল খোলার সময় নিয়ে ধন্দ।

তীব্র ঠান্ডার জেরে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে (নয়ডা ও গ্রেটার নয়ডা) নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুলের ছুটি আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ১৮ জানুয়ারি স্কুল খোলার কথা থাকলেও, আবহাওয়া স্বাভাবিক না হলে ছুটি আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে জেলা প্রশাসন। তবে এই নির্দেশিকা জারি করা নিয়ে বড়সড় গাফিলতির অভিযোগ উঠেছে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে।
জানা গেছে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহুল পাওয়ার ১৫ জানুয়ারি সন্ধ্যার পরিবর্তে ১৬ জানুয়ারি সকালে ছুটির নোটিশ জারি করেন। ততক্ষণে কনকনে ঠান্ডার মধ্যে অনেক পড়ুয়াই স্কুলের গেটে পৌঁছে গিয়েছিল। সকাল ৮টা নাগাদ স্কুলগুলি থেকে এসএমএস পাঠানো শুরু হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্কুল গেটে পৌঁছে ছুটির খবর পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।
অন্যদিকে, দিল্লি এবং গুরুগ্রামেও ঠান্ডার দাপট অব্যাহত। অনেক এলাকায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রির নিচে নেমে গেছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০-৩০ মিটারে নেমে আসায় জনজীবন বিপর্যস্ত। গুরুগ্রামেও আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার থেকে পুনরায় স্কুল খোলার সম্ভাবনা রয়েছে।