দুর্নীতিতে বীতশ্রদ্ধ হয়ে দলবদল? ময়নাগুড়িতে পঞ্চায়েত স্তরে ভাঙন তৃণমূলে, পদ্ম শিবিরে খুশির হাওয়া

২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বাজতে এখনও দেরি থাকলেও, উত্তরবঙ্গে রাজনৈতিক জমি শক্ত করতে মরিয়া সব পক্ষই। এবার ময়নাগুড়িতে শাসক দল তৃণমূলে বড়সড় ধস নামাল গেরুয়া শিবির। ময়নাগুড়ির রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্তত ৩০ জন তৃণমূল কর্মী ঘাসফুল ছেড়ে হাতে তুলে নিলেন পদ্ম পতাকা।
দুর্নীতির অভিযোগে দলবদল: বিজেপিতে যোগ দেওয়া কর্মীদের স্পষ্ট দাবি, শাসক দলের অন্দরে দিনের পর দিন দুর্নীতি ও সন্ত্রাস বেড়ে চলেছে। সাধারণ মানুষের জন্য কাজ করার পরিবেশ নেই। সেই কারণেই তাঁরা তৃণমূল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্ব ও উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা প্রকাশ করেই তাঁরা এই দলবদল করেছেন বলে জানিয়েছেন।
বিজেপির প্রতিক্রিয়া: বিজেপি নেতৃত্বের দাবি, ২০২৬-এর নির্বাচনের আগে এটি তো কেবল শুরু। সাধারণ মানুষ ও তৃণমূলের নিচুতলার কর্মীরা বুঝতে পারছেন যে বাংলার পরিবর্তনের জন্য বিজেপিই একমাত্র বিকল্প। এই দলবদলের ফলে রামশাই এলাকায় বিজেপি সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী হল বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ।