বাঙালি পরিচয়েই কি মৃত্যু? পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারে তুলকালাম মুর্শিদাবাদে, বন্ধ ট্রেন চলাচল

ঝাড়খণ্ডে এক বাঙালি ফেরিওয়ালাকে পিটিয়ে মারার অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের বেলডাঙা। মৃত যুবকের নাম আলাই শেখ (৩০), তাঁর বাড়ি বেলডাঙার সুজাপুর কুমারপুর এলাকায়। বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডে তাঁর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার খবর আসতেই উত্তেজনায় ফেটে পড়ে গোটা গ্রাম। অভিযোগ, বাঙালি হওয়ার কারণেই তাঁকে নৃশংসভাবে পিটিয়ে খুনের পর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

অবরুদ্ধ জাতীয় সড়ক ও রেললাইন: মৃতদেহ গ্রামে পৌঁছতেই উত্তেজিত জনতা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। কলকাতা থেকে উত্তরবঙ্গগামী প্রধান এই সড়কে শত শত ট্রাক ও বাস আটকে পড়ে। উত্তেজিত জনতা একাধিক গাড়ি ও ট্রাকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। শুধু সড়কপথ নয়, বেলডাঙা স্টেশনে রেল অবরোধের ফলে লালগোলা-শিয়ালদা লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা পাথর ছুড়তে শুরু করলে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

রাজনৈতিক চাপানউতোর: এই ঘটনায় রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, এলাকাটি বর্তমানে দুষ্কৃতীদের দখলে এবং পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। তাঁর দাবি, শাসকদলের মদতেই সমাজবিরোধীরা সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত করছে। তিনি অবিলম্বে রাজ্য পুলিশের ডিজিপি-কে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন।

পুলিশি তৎপরতা: পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং জাতীয় সড়ক থেকে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা চালাচ্ছে। নিহতের পরিবার উপযুক্ত ক্ষতিপূরণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।