রিচার্জে ২০০ টাকা সাশ্রয়! পোঙ্গল উপলক্ষে বিএসএনএল-এর নতুন প্ল্যানে মাথায় হাত বেসরকারি সংস্থাগুলির

বেসরকারি টেলিকম কোম্পানিগুলির একাধিপত্য খর্ব করতে এবং গ্রাহকদের সস্তায় সেরা পরিষেবা দিতে নতুন বছরে মাস্টারস্ট্রোক দিল রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বিএসএনএল (BSNL)। পোঙ্গল উৎসব উপলক্ষে ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য কোম্পানিটি এমন একটি প্ল্যান নিয়ে এসেছে, যা এর আগে ভাবাই যায়নি। বিএসএনএল-এর এই ‘সুপারস্টার প্রিমিয়াম ওয়াই-ফাই’ প্ল্যানে যেমন থাকছে রকেট গতি, তেমনই পাওয়া যাবে রাশি রাশি ডেটা ও বিনোদনের অফুরন্ত রসদ।

সুপারস্টার প্রিমিয়াম ওয়াই-ফাই প্ল্যানের সুবিধা: বিএসএনএল-এর এই বিশেষ অফারে গ্রাহকরা ২০০ এমবিপিএস (200 Mbps) হাই-স্পিড ইন্টারনেট পাবেন। যাঁরা বাড়ি থেকে কাজ (WFH), অনলাইন ক্লাস বা গেমিং পছন্দ করেন, তাঁদের জন্য এটি সেরা বিকল্প। এতে প্রতি মাসে থাকছে ৫০০০ জিবি বা ৫ টিবি (5 TB) ডেটা। ফলে ৪কে ভিডিও স্ট্রিমিং বা একাধিক ডিভাইসে কানেকশন থাকলেও গতির কোনো অভাব হবে না। এছাড়াও বাড়তি পাওনা হিসেবে থাকছে জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্মগুলিতে বিনামূল্যে অ্যাক্সেসের সুবিধা।

দাম ও ডিসকাউন্ট: এই প্ল্যানটির আসল দাম মাসে ৯৯৯ টাকা হলেও পোঙ্গল অফারে মিলছে ২০% পর্যন্ত ছাড়। যদি কোনো গ্রাহক একসঙ্গে ১২ মাসের বিল মেটান, তবে তিনি মাত্র ৭৯৯ টাকা মাসিক খরচে এই প্রিমিয়াম পরিষেবা পাবেন। বেসরকারি ব্রডব্যান্ড কোম্পানিগুলির তুলনায় এটি অনেক বেশি সাশ্রয়ী।

মোবাইল গ্রাহকদের জন্য ৩৪৭ টাকার ধামাকা প্ল্যান: ব্রডব্যান্ডের পাশাপাশি মোবাইল ব্যবহারকারীদের জন্যও বিশেষ চমক রেখেছে বিএসএনএল। ৩৪৭ টাকার এই রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড কলিংয়ের সুবিধা, যা সারা ভারতে প্রযোজ্য। এমনকি রোমিং চলাকালীনও কলের জন্য কোনো বাড়তি খরচ লাগবে না। যাঁরা বাজেটের মধ্যে বেশি ডেটা এবং ভয়েস কলিং খুঁজছেন, তাঁদের জন্য ৩৪৭ টাকার এই প্ল্যানটি বর্তমানে বাজারের অন্যতম শক্তিশালী বিকল্প।