আর ফ্রি নয় অনলাইন ট্রান্সফার? স্টেট ব্যাঙ্কের ডিজিটাল পরিষেবায় বড় বদল, কার ওপর পড়বে প্রভাব?

এটিএম ব্যবহারের পর এবার ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও গ্রাহকদের ওপর বাড়তি খরচের বোঝা চাপাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আইএমপিএস (IMPS) বা দ্রুত টাকা পাঠানোর পরিষেবার ক্ষেত্রে নতুন চার্জ কার্যকর হতে চলেছে। যারা মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বড় অংকের টাকা লেনদেন করেন, তাঁদের এবার থেকে পকেটের কড়ি গুনতে হবে।

২৫ হাজার পর্যন্ত স্বস্তি, তারপরই চার্জ: তবে ছোট গ্রাহকদের জন্য আশার কথা শুনিয়েছে ব্যাঙ্ক। নির্দেশিকা অনুযায়ী, ২৫,০০০ টাকা পর্যন্ত আইএমপিএস লেনদেন আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে। অর্থাৎ, সাধারণ দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে বাড়তি কোনও চার্জ লাগবে না। সমস্যা তৈরি হবে বড় অংকের টাকা পাঠানোর ক্ষেত্রে।

নতুন চার্জের তালিকা: স্টেট ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী ফি-এর কাঠামোটি নিচে দেওয়া হলো:

২৫,০০১ – ১,০০,০০০ টাকা: ২ টাকা + জিএসটি।

১,০০,০০১ – ২,০০,০০০ টাকা: ৬ টাকা + জিএসটি।

২,০০,০০১ – ৫,০০,০০০ টাকা: ১০ টাকা + জিএসটি।

ব্যাঙ্ক কেন এই সিদ্ধান্ত নিল? এসবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাল পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ এবং উন্নত পরিচালনার জন্যই এই নামমাত্র ফি ধার্য করা হয়েছে। উল্লেখ্য, এই নতুন নিয়মটি শুধুমাত্র অনলাইন (মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিং) প্ল্যাটফর্মের জন্য প্রযোজ্য। ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে টাকা পাঠানোর ক্ষেত্রে পুরনো চার্জই বহাল থাকবে।

বিশেষজ্ঞদের পরামর্শ: ব্যাঙ্কিং বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা নিয়মিত বড় অংকের টাকা অনলাইনে পাঠান, তাঁরা খরচ বাঁচাতে এনইএফটি (NEFT) বা আরটিজিএস (RTGS)-এর মতো বিকল্পগুলি ব্যবহার করতে পারেন, কারণ এই পরিষেবাগুলিতে চার্জের হার ভিন্ন।