রাস্তা দিয়ে ১০০ কিমি বেগে ছুটছে ডাস্টবিন! ব্রিটিশ ব্যক্তির কাণ্ড দেখে মাথায় হাত নেটিজেনদের

রাস্তার মোড়ে বা রেল স্টেশনে পড়ে থাকা সাধারণ প্লাস্টিকের জঞ্জাল ফেলার বাক্স বা ডাস্টবিনকে যদি হঠাৎ ঝড়ের গতিতে আপনার পাশ দিয়ে বেরিয়ে যেতে দেখেন, তবে অবাক হওয়াটাই স্বাভাবিক। আর সেই ডাস্টবিনের গতি যদি হয় ঘণ্টায় ১০৬ কিলোমিটার, তবে তাকে রোখা কার্যত অসম্ভব। সম্প্রতি এমনই এক আশ্চর্য ডাস্টবিন তৈরি করে বিশ্বজুড়ে তাক লাগিয়ে দিয়েছেন ব্রিটিশ নাগরিক মিচেল ওয়ালহেড।

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মিচেল: মিচেল ওয়ালহেডের মাথায় এই অদ্ভুত ভূত আগে থেকেই চেপে ছিল। এর আগে তিনি একটি ডাস্টবিন তৈরি করেছিলেন যার গতি ছিল ঘণ্টায় ৮৮ কিলোমিটার। কিন্তু তিনি সেখানেই থেমে থাকেননি। দীর্ঘ প্রচেষ্টার পর এবার তিনি এমন এক জঞ্জাল ফেলার বাক্স তৈরি করেছেন যা ১০৬.১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে সক্ষম। এই অবিশ্বাস্য গতির দৌলতে তিনি নিজের পুরনো রেকর্ড ভেঙে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’ (Guinness World Record)-এ নতুন করে নাম তুলেছেন।

ডাস্টবিনের অন্দরমহলে লুকিয়ে কোন ইঞ্জিন? সাধারণত নীল, সবুজ বা হলুদ রঙের এই বিনগুলিতে সাফাইকর্মীদের সুবিধার জন্য দুটি চাকা লাগানো থাকে। কিন্তু মিচেল তাঁর তৈরি করা বিনে উন্নত মানের ইঞ্জিন এবং গতি নিয়ন্ত্রণের জন্য বিশেষ চাকা ব্যবহার করেছেন। ব্যস্ত রাস্তা বা জনবহুল স্থানে নয়, বরং নির্দিষ্ট ট্র্যাকেই এর গতি পরীক্ষা করা হয়েছে। মিচেলের দাবি, তাঁর লক্ষ্য ছিল জঞ্জাল ফেলার এই সাধারণ বস্তুটিকে গতির এক অনন্য নিদর্শন হিসেবে গড়ে তোলা। চোখের পলক ফেলার আগেই এই ‘গতিমান ডাস্টবিন’ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।