শেয়ার বাজারে ধামাকা! এই ইনস্যুরেন্স স্টকে মিলতে পারে ৫৭% রিটার্ন, বড় ইঙ্গিত দিল মতিলাল ওসওয়াল

শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য বড় খবর! কেনরা ব্যাঙ্ক এবং এইচএসবিসি লাইফ ইনস্যুরেন্সের যৌথ উদ্যোগ ‘কেনরা এইচএসবিসি লাইফ ইনস্যুরেন্স’ (Canara HSBC Life Insurance)-এর শেয়ার নিয়ে অত্যন্ত ইতিবাচক রিপোর্ট পেশ করল বিখ্যাত ব্রোকারেজ সংস্থা মতিলাল ওসওয়াল (MOSL)। সংস্থার দাবি, বর্তমান বাজার দর থেকে এই শেয়ারের দাম প্রায় ৫৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
মতিলাল ওসওয়াল এই স্টকে ‘Buy’ রেটিং দিয়েছে এবং প্রতি শেয়ারের লক্ষ্যমাত্রা (Target Price) স্থির করেছে ২২০ টাকা। বর্তমানে শেয়ারটির দাম ১৪০ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। ব্রোকারেজ সংস্থার মতে, দেশের সেরা ১০টি জীবন বিমা সংস্থার মধ্যে এটি অন্যতম এবং এর ব্যবসায়িক পোর্টফোলিও অত্যন্ত মজবুত। ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথমার্ধের পরিসংখ্যান অনুযায়ী, কোম্পানির ব্যবসায়িক মিশ্রণে ইউলিপ (ULIP), নন-পার্টিসিপেটিং এবং প্রোটেকশন প্রোডাক্টের ভারসাম্য রয়েছে, যা দীর্ঘমেয়াদী লাভের ইঙ্গিত দেয়।
এই উন্নতির প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে কেনরা ব্যাঙ্কের বিশাল নেটওয়ার্ককে। বর্তমানে কেনরা ব্যাঙ্কের প্রায় ১২ কোটি গ্রাহক রয়েছে, যার মধ্যে মাত্র ১.৭ শতাংশ মানুষের কাছে এই বিমা পৌঁছেছে। অর্থাৎ, ব্যবসা বাড়ানোর এক বিশাল সুযোগ রয়েছে এই সংস্থার সামনে। যদিও চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে রাজস্ব কিছুটা কমেছে, তবুও ব্রোকারেজ সংস্থাটি এর শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং এইচএসবিসি-র অংশীদারিত্বের ওপর পূর্ণ আস্থা রাখছে।