নিজের কাছে একটি ট্রফিও রাখেন না বিরাট! কারণ শুনলে কোহলির প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যাবে

তিনি যখন মাঠে নামেন, রেকর্ড তখন তাঁর পিছু নেয়। রবিবার ভডোদরায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ফের একবার বিশ্বক্রিকেটে নিজের আধিপত্য প্রমাণ করলেন বিরাট কোহলি। কিন্তু ম্যাচের শেষে তাঁর ব্যাট নয়, বরং তাঁর হৃদয়ের কথা শুনে আপ্লুত গোটা ক্রিকেট বিশ্ব।
সচিন-সাঙ্গাকারাকে টপকে বিশ্বরেকর্ড
নিউজিল্যান্ডের লেগস্পিনার আদিত্য অশোকের বলে বাউন্ডারি মেরেই কোহলি স্পর্শ করলেন এক ঐতিহাসিক মাইলফলক। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮,০০০ রান পূর্ণ করলেন তিনি।
-
বিরাট কোহলি: ৬২৪ ইনিংস (দ্রুততম)
-
সচিন তেন্ডুলকর: ৬৪৪ ইনিংস
-
কুমার সাঙ্গাকারা: ৬৬৬ ইনিংস
সচিনের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে এখন কোহলির নাম জ্বলজ্বল করছে। এই অবিশ্বাস্য জয়ের পর তাঁকে ‘ম্যাচের সেরা’ ঘোষণা করা হলে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে এক গোপন তথ্য ফাঁস করেন।
কেন সব ট্রফি মায়ের কাছে পাঠান কোহলি?
৩৭ বছর বয়সি এই মহাতারকার সংগ্রহে এখন কয়েক ডজন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ ট্রফি। যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, এত ট্রফি তিনি কোথায় রাখেন? হেসে কোহলি জানান, তিনি নিজের কাছে একটি ট্রফিও রাখেন না। সবকটি পাঠিয়ে দেন গুরগাঁওতে তাঁর মায়ের কাছে। কোহলির কথায়:
“আসলে মা এই ট্রফিগুলো সাজিয়ে রাখতে খুব ভালোবাসেন। আমার পুরো জার্নিটা তাঁর কাছেই সবচেয়ে বেশি মূল্যবান। তাই আমার সাফল্যের এই স্মারকগুলো তাঁর কাছেই সবচেয়ে নিরাপদ এবং সার্থক।”
কৃতজ্ঞতার সুরে কিং কোহলি
ম্যাচ শেষে নিজের যাত্রাকে ‘স্বপ্ন’ বলে অভিহিত করেন বিরাট। তিনি বলেন, শুরু থেকেই জানতেন তাঁর ক্ষমতা কতটা, কিন্তু আজকের এই অবস্থানে পৌঁছাতে তাঁকে সীমাহীন পরিশ্রম করতে হয়েছে। তিনি কৃতজ্ঞ যে, ঈশ্বরের আশীর্বাদে এবং কোটি ভক্তের ভালোবাসায় আজ তিনি এই জায়গায় দাঁড়িয়ে।
মাঠের ভেতরে আগ্রাসী মেজাজের ‘কিং কোহলি’ যে মাঠের বাইরে একজন ভীষণ আবেগপ্রবণ এবং পরিবারকেন্দ্রিক মানুষ, এই ছোট্ট পদক্ষেপেই তা ফের প্রমাণিত। আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য কোহলির এই ‘মা ভক্তি’ নিঃসন্দেহে এক বড় অনুপ্রেরণা।