কুণাল ঘোষের পোস্ট ‘বিভ্রান্তিকর’! টুটু বসু থেকে দেব-শামি, হাই-প্রোফাইল ভোটারদের নোটিস নিয়ে মুখ খুলল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR (Special Intensive Revision) প্রক্রিয়া ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে এবার সরাসরি হস্তক্ষেপ করল নির্বাচন কমিশন। কুণাল ঘোষের করা অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কমিশনের রাজ্য শাখা।
কেন নোটিস পাঠানো হলো স্বপন সাধন বসুকে?
মোহনবাগান ক্লাবের প্রাণপুরুষ এবং শিল্পপতি স্বপন সাধন (টুটু) বসু ও তাঁর পরিবারের সদস্যদের শুনানিতে ডাকার কারণ ব্যাখ্যা করেছে কমিশন। তাদের দাবি:
-
অসম্পূর্ণ তথ্য: এসআইআর (SIR) ফরমের ‘লিংকেজ’ সংক্রান্ত কলামে কোনো তথ্য দেওয়া ছিল না।
-
নিয়মমাফিক পদক্ষেপ: যেহেতু ফরমে তথ্য ঘাটতি ছিল, তাই নিয়ম অনুযায়ী অন্যান্য সাধারণ ভোটারদের মতো তাঁদেরও শুনানির জন্য ডাকা হয়েছে।
-
মানবিক খাতির: টুটু বসু অসুস্থ থাকায় কমিশন জানিয়েছে, তাঁকে দফতরে আসতে হবে না, বরং আধিকারিকরাই তাঁর বাড়িতে গিয়ে শুনানি সম্পন্ন করবেন।
কুণাল ঘোষ বনাম নির্বাচন কমিশন
বিতর্কের সূত্রপাত কুণাল ঘোষের একটি এক্স (X) পোস্ট থেকে। সেখানে তিনি দাবি করেছিলেন, বিশিষ্ট ব্যক্তিত্বদের নোটিস পাঠিয়ে পরে তা অস্বীকার করছে কমিশন। এর পালটা দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, কোনো ব্যক্তিকে টার্গেট করে এই নোটিস পাঠানো হয়নি; যাদের ফর্মেই ত্রুটি মিলেছে, তাঁদের সবাইকেই সমানভাবে নোটিস দেওয়া হয়েছে।
তালিকায় দেব থেকে মহম্মদ শামি
শুধু টুটু বসুই নন, এই তালিকার নাম রয়েছে আরও একাধিক বিশিষ্ট জনের: ১. দীপক অধিকারী (দেব): সাংসদ-অভিনেতা দেব এবং তাঁর পরিবারের তিন সদস্যও একই কারণে নোটিস পেয়েছেন। ২. মহম্মদ শামি: ভারতীয় দলের এই পেসারকেও যাদবপুরের একটি স্কুলে শুনানিতে ডাকা হয়। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে পরিবারের তরফে জানানো হয়েছে।
কমিশনের কড়া বার্তা
নির্বাচন কমিশনের সাফ কথা, ভোটার তালিকা নিখুঁত করতে তারা বদ্ধপরিকর। মৃত বা জাল ভোটারদের নাম বাদ দেওয়া এবং তথ্যের ভুল সংশোধন করা একটি রুটিন প্রক্রিয়া। এক্ষেত্রে রাজনৈতিক রঙ চড়ানো বা কোনো বিশিষ্ট ব্যক্তিকে হেনস্থা করার অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি তাদের।