ড্রাগনের ঘুম ওড়াতে ভারতের মাস্টারস্ট্রোক! জার্মানির সাথে ৮ বিলিয়ন ডলারের মেগা সাবমেরিন ডিল

ভারত ও জার্মানির মধ্যে প্রতিরক্ষা সম্পর্কের এক নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। আগামী ১২ ও ১৩ জানুয়ারি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের ভারত সফরের সময় স্বাক্ষরিত হতে পারে দেশের প্রতিরক্ষা ইতিহাসের অন্যতম বৃহত্তম চুক্তি। প্রায় ৮ বিলিয়ন ডলারের এই মেগা ডিলের আওতায় ভারতীয় নৌসেনার জন্য ৬টি অত্যাধুনিক সাবমেরিন বা ডুবোজাহাজ যৌথভাবে তৈরি করবে জার্মানির থাইসেনক্রুপ মেরিন সিস্টেম এবং ভারতের মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড (MDL)।

এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় এই সবকটি সাবমেরিন ভারতেই তৈরি হবে। ‘টাইপ ২১৪’ মডেলের এই ডিজেল-ইলেকট্রনিক সাবমেরিনগুলোতে থাকবে উন্নত এআইপি (AIP) প্রযুক্তি। এই প্রযুক্তির ফলে ডুবোজাহাজগুলো দীর্ঘ সময় জলের নিচে থাকতে সক্ষম হবে, যা তাদের শত্রুর নজর এড়িয়ে ঘাতক আক্রমণ চালাতে সাহায্য করবে। বর্তমানে ভারতের হাতে মাত্র ১৬টি সাবমেরিন রয়েছে, যার সিংহভাগই বেশ পুরনো। অন্যদিকে চীনের হাতে রয়েছে ৭০টিরও বেশি আধুনিক সাবমেরিন। এই চুক্তি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি কেবল নৌসেনার শক্তি বাড়াবে না, বরং রাশিয়ার ওপর ভারতের প্রতিরক্ষা নির্ভরতা কমিয়ে জার্মানির সাথে কৌশলগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি মুম্বইয়ের মাজগাঁও ডকইয়ার্ডের পরিকাঠামো উন্নয়ন এবং দেশীয় ইস্পাত ও ইলেকট্রনিক্স শিল্পে কর্মসংস্থানের নতুন জোয়ার আসবে বলে আশা করা হচ্ছে।