‘জন নয়াগন’ মুক্তিতে সুপ্রিম ধাক্কা! ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশে বিশ বাঁও জলে থলপতি বিজয়ের শেষ ছবি

দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়ের শেষ ছবি ‘জন নয়াগন’-এর মুক্তি ঘিরে নাটকীয় মোড় নিল মাদ্রাজ হাই কোর্টে। শুক্রবার সকালে আদালতের একক বিচারক সেন্সর বোর্ডকে ‘U/A’ শংসাপত্র দেওয়ার নির্দেশ দিলেও, কয়েক ঘণ্টার মধ্যেই সেই রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি মনীন্দ্র মোহন শ্রীবাস্তব কড়া ভাষায় বিজয় পক্ষকে ভর্ৎসনা করে বলেন, “কৃত্রিম জরুরি পরিস্থিতি তৈরি করে আদালতের ওপর চাপ সৃষ্টি করা যাবে না।”
আগেই জানানো হয়েছিল ৯ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে, কিন্তু সেন্সর বোর্ডের ছাড়পত্র না মেলায় তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে। তবে এই জটিলতার নেপথ্যে অনেকেই রাজনৈতিক অঙ্ক খুঁজে পাচ্ছেন। সামনেই তামিলনাড়ু বিধানসভা নির্বাচন, যেখানে বিজয়ের দল ‘টিভিকে’ (TVK) কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে পারে বলে জোরালো জল্পনা রয়েছে। রাহুল গান্ধীর সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা এবং বিজেপির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণেই কি বারবার সিবিআই তলব বা ছবির মুক্তিতে বাধা আসছে? রাজনৈতিক মহলে এখন এই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে।