বছরে একবারই ঘটে এই মিরাকল! মকর সংক্রান্তিতে মহাদেবের কপালে সূর্যরশ্মির তিলক

ভারতের আধ্যাত্মিক মানচিত্রে কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত গাভি গঙ্গাধরেশ্বর স্বামী মন্দির এক পরম বিস্ময়। ৩০০০ বছরের প্রাচীন এই গুহা মন্দিরে প্রতি বছর মকর সংক্রান্তির দিন প্রকৃতি এক অলৌকিক লীলা প্রদর্শন করে। কোনো আধুনিক যন্ত্র বা প্রযুক্তি ছাড়াই এই দিন বিকেলে সূর্যদেব স্বয়ং মহাদেবের রাজ্যাভিষেক করেন।

বিকেল ঠিক ৫টার সময় যখন সূর্য অস্তাচলে যায়, তখন তার রশ্মি প্রথমে মন্দিরের বাইরের স্তম্ভে আঘাত করে। এরপর সেই আলোকচ্ছটা সুড়ঙ্গ পথে প্রবেশ করে নন্দী মহারাজের দুই শৃঙ্গ স্পর্শ করে সরাসরি গর্ভগৃহের শিবলিঙ্গের ওপর পড়ে। মনে হয় যেন সূর্যদেব পরমেশ্বর শিবের কপালে আলোকতিলক পরিয়ে দিচ্ছেন। উত্তরায়ণের এই পবিত্র লগ্নে সূর্য যখন ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করে, তখনই কেবল এই বিরল দৃশ্য দেখা যায়। দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এই মুহূর্তটি চাক্ষুষ করতে মন্দিরে ভিড় জমান।

মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো এখানকার ‘দুগ্ধ প্রসাদ’। মহাদেবের মাথায় ঢালা দুধ এখানে নষ্ট হতে দেওয়া হয় না। মন্দির প্রশাসন সেই পবিত্র দুধ সংগ্রহ করে অত্যন্ত পরিচ্ছন্নতার সাথে তাতে গাঁজন ঘটিয়ে দই বা ঘোল (Buttermilk) তৈরি করে। কোনো রাসায়নিক বা সিঁদুর ছাড়াই তৈরি এই ভেষজ প্রসাদ পরদিন ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। বিজ্ঞানের নিখুঁত পরিমাপ আর সনাতন ঐতিহ্যের এমন মেলবন্ধন এই মন্দিরকে বিশ্বের অন্যতম রহস্যময় ও পবিত্র স্থানে পরিণত করেছে।