রাস্তায় এসে পড়েনি আমার বাচ্চারা!” বিচ্ছেদের পর জয় ভানুশালীর সঙ্গে সমীকরণ নিয়ে বড় তথ্য দিলেন মাহী

নতুন বছরের শুরুতেই টেলিপাড়ায় শোকের ছায়া। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিচ্ছেদের পথে হাঁটলেন ছোটপর্দার জনপ্রিয় দম্পতি জয় ভানুশালী ও মাহী বিজ। কিন্তু বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে কাঁটাছেঁড়া। গুঞ্জন রটেছিল, সন্তানদের ভরণপোষণের জন্য জয়ের কাছে ৫ কোটি টাকা খোরপোশ দাবি করেছেন মাহী। এবার সেই জল্পনা উড়িয়ে পালটা সরব হলেন অভিনেত্রী।
একটি ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে মাহী বলেন, “লাইক পাওয়ার জন্য অনেকে পুরনো ভিডিও ব্যবহার করে দাবি করছেন আমি ৫ কোটি টাকা নিয়েছি। এই ধরণের মিথ্যাচার সত্যিই দুঃখজনক।” সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সমালোচকদের আক্রমণ করে তিনি আরও বলেন, “আমাদের বিচ্ছেদ হয়েছে মানেই আমার সন্তানরা অনাথ হয়ে যায়নি বা রাস্তায় এসে পড়েনি। আমরা বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছি এবং দুজনে মিলেই তিন সন্তানের দায়িত্ব পালন করব।”
জয় ও মাহী নিজেদের কন্যার পাশাপাশি এক ছেলে ও এক মেয়েকে দত্তক নিয়েছিলেন। বিচ্ছেদ হলেও সন্তানদের বড় করার ক্ষেত্রে তাঁরা একসঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন। মাহীর কথায়, যে মর্যাদার সঙ্গে তাঁরা এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করছেন, তাতে ভবিষ্যতে তাঁদের সন্তানরা লজ্জিত নয় বরং গর্বিত হবে। আপাতত বিচ্ছেদের তিক্ততা সরিয়ে পারস্পরিক শ্রদ্ধার পথেই হাঁটছেন এই তারকা দম্পতি।