কবরস্থানে বন্দুকের মুখে উদ্দাম প্রেম! যশের নতুন ছবির টিজারে কে এই রহস্যময়ী বিদেশি সুন্দরী?

কবরস্থানে একদিকে বন্দুক হাতে ওত পেতে আছে শত্রুপক্ষ, অন্যদিকে গাড়ির ভেতরে যশের সঙ্গে উদ্দাম যৌনতায় মত্ত এক বিদেশি সুন্দরী। দক্ষিণি সুপারস্টার যশের আগামী ছবি ‘টক্সিক’-এর টিজার মুক্তি পেতেই এই দৃশ্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রায় তিন মিনিটের এই টিজারে যশের বিপরীতে যে মোহময়ী অভিনেত্রীকে দেখা গেছে, তিনি রাতারাতি নেটপাড়ার সেনসেশন হয়ে উঠেছেন। জানেন কে এই সুন্দরী?

যশের সঙ্গে এই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা অভিনেত্রীর নাম নাটালি বার্ন। ইউক্রেনে জন্ম নেওয়া এই মার্কিন অভিনেত্রী একাধারে প্রযোজক, লেখিকা এবং পেশাদার ব্যালে ডান্সার। ‘দ্য এক্সপেন্ডেবলস’, ‘মেকানিক রিসারেকশন’ এবং ‘ক্রিমিনাল’-এর মতো নামী হলিউড ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০০৬ সালে অভিনয় জগতে পা রাখা নাটালি মস্কোর বলশোই ব্যালে স্কুল এবং লন্ডনের রয়্যাল ব্যালে স্কুলেও প্রশিক্ষণ নিয়েছেন।

ব্যক্তিগত জীবনে নাটালি ২০২৪ সালেই এমি পুরস্কারজয়ী পরিচালক টিমোথি উডওয়ার্ড জুনিয়রকে বিয়ে করেছেন। ‘টক্সিক’ ছবিতে যশের চরিত্রের নাম ‘রায়া’। টিজারে দেখা যাচ্ছে, কবরের নিস্তব্ধতার মাঝে একটি ভিনটেজ গাড়িতে নাটালির সঙ্গে রায়ার বিধ্বংসী রোমান্স আক্ষরিক অর্থেই আগুনের ফুলকি ছড়াচ্ছে। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। টিজার দেখে দর্শকদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে, সিনেমাটি তা ধরে রাখতে পারে কি না সেটাই এখন দেখার।