কয়লা পাচারের কোটি কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে? চাঞ্চল্যকর ‘হাওয়ালা’ যোগের দাবি ইডির!

কয়লা পাচার মামলার শিকড় এবার গিয়ে পৌঁছাল তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাক (I-PAC)-এর দোরগোড়ায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর দাবি, কয়লা পাচারের কালো টাকা সাদা করতে জনৈক হাওয়ালা অপারেটর আইপ্যাককে কোটি কোটি টাকা লেনদেনের ব্যবস্থা করে দিয়েছে। এই সূত্র ধরেই বৃহস্পতিবার লাউডন স্ট্রিটে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের অফিসে ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা।
অভিযান চলাকালীন নাটকীয়ভাবে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “আইপ্যাক আমাদের আইটি সেক্টর দেখে। আমাদের দলের রণকৌশল, প্রার্থী তালিকা এবং হার্ড ডিস্ক হাতাতেই এই হানা।” তিনি পালটা প্রশ্ন তোলেন, বিজেপি-র আইটি সেলে হানা দিলে কি সেটা ঠিক হতো? এই ঘটনাকে কেন্দ্র করে সেক্টর ফাইভ থেকে লাউডন স্ট্রিট— ১২ কিলোমিটার রাস্তা জুড়ে তৈরি হয় চরম উত্তেজনা।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই হস্তক্ষেপের তীব্র নিন্দা করে বলেন, “আইপ্যাক কোনও পার্টি অফিস নয়, এটি একটি কর্পোরেট সংস্থা। অভিযোগ থাকলে তদন্ত হবেই। ভয় কেন?” ইডি জানিয়েছে, অনুপ মাঝির নেতৃত্বাধীন কয়লা চক্রের সঙ্গে হাওয়ালা যোগের অকাট্য প্রমাণ মিলেছে, যার একটি বড় অংশ আইপ্যাকের মাধ্যমে লেনদেন হয়েছে। বৃহস্পতিবারের এই তল্লাশি এবং মুখ্যমন্ত্রীর বাধা দানকে কেন্দ্র করে শীতের কলকাতায় এখন রাজনীতির পারদ তুঙ্গে।