‘মাথা নত করবে না ইরান!’ ট্রাম্পকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন আয়াতুল্লাহ খামেনি

ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভের আগুনের মাঝেই শুরু হয়েছে আন্তর্জাতিক বাকযুদ্ধ। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে খামেনি সেই দাবি উড়িয়ে দিয়ে আমেরিকা ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবারের নামাজের পর এক ভাষণে খামেনি বলেন, “ইসরায়েল ও আমেরিকা এক বিরাট ষড়যন্ত্রে লিপ্ত, কিন্তু ইরান কখনোই তাদের কাছে মাথা নত করবে না।”

ট্রাম্পের বিস্ফোরক দাবি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, “খামেনি ইরান ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। আমরা মধ্যপ্রাচ্যে পারমাণবিক সক্ষমতা নিষ্ক্রিয় করে শান্তি ফিরিয়েছি।” ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন যে ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ওপর অত্যাচার চালায়, তবে আমেরিকা প্রয়োজনে ইরানে প্রবেশ করতেও পিছপা হবে না। তিনি বিক্ষোভকারীদের ‘সাহসী’ বলে অভিহিত করেন।

কেন এই গণবিক্ষোভ? গত ২৭ ডিসেম্বর থেকে ইরানের ৪৬টি শহরে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে ব্যবসায়ীদের নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়। পরে ছাত্র ও মহিলারাও এতে যোগ দিয়ে খামেনির শাসনের অবসান দাবি করেন। পরিস্থিতি সামাল দিতে ইরান সরকার নাগরিকদের মাসিক ৭ ডলার করে ভাতা দেওয়ার ঘোষণা দিলেও বিক্ষোভে তার কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। উলটে খামেনি দাবি করেছেন, ট্রাম্পের উচিত ইরানের দিকে নজর না দিয়ে নিজের দেশের সমস্যায় মন দেওয়া।