যাদবপুরের পড়ুয়াদের কামাল! জাতীয় রেসিং প্রতিযোগিতায় বাজিমাত শিক্ষার্থীদের তৈরি ইলেকট্রিক কার্টের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘মোটর স্পোর্টস ক্লাব’-এর একদল পড়ুয়ার পরিশ্রম ও মেধা এবার জাতীয় স্তরে স্বীকৃতি পেল। গত নভেম্বর মাসে তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অনুষ্ঠিত ইন্ডিয়ান কার্টিং রেস (IKR) প্রতিযোগিতায় ১৯টি দলের মধ্যে অষ্টম স্থান দখল করেছে তাঁদের তৈরি ইলেকট্রিক রেসিং কার্ট।

সম্পূর্ণ পরিবেশবান্ধব এই কার্টটিতে লিথিয়াম ফেরোফসফেট (LFP) প্রযুক্তির ব্যাটারি এবং পিএমএসএম (PMSM) মোটর ব্যবহার করা হয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম এই রেসিং কার্টটি কোনো যান্ত্রিক বিভ্রাট ছাড়াই ২৪ কিলোমিটার রেস ট্র্যাক সম্পন্ন করেছে। ক্লাবের চেয়ারপার্সন অংশুমান সিং জানান, দ্বিতীয় থেকে চতুর্থ বর্ষের প্রায় ৮০ জন পড়ুয়ার সম্মিলিত প্রচেষ্টায় মাত্র ৭ মাসেই এটি তৈরি করা হয়েছে। বাংলার কোনো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটিই প্রথম ইলেকট্রিক কার্ট। আগামীতে ‘ফর্মুলা ভারত’ প্রতিযোগিতার জন্য নিজেদের আরও উন্নত করার প্রস্তুতি নিচ্ছেন এই তরুণ ইঞ্জিনিয়াররা।