সোমনাথে ওঙ্কার মন্ত্র জপ ও ড্রোন শো! তিন দিনের গুজরাট সফরে বড় চমক দিতে চলেছেন মোদী

আগামী ১০ থেকে ১২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নিজের রাজ্য গুজরাটে এক ঠাসা কর্মসূচিতে ব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সফরে আধ্যাত্মিকতা, উন্নয়ন এবং কূটনীতির এক অনন্য মেলবন্ধন দেখা যাবে।

সোমনাথে আধ্যাত্মিক সন্ধ্যা ১০ জানুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী সোমনাথে পৌঁছাবেন। রাত ৮টায় তিনি পবিত্র ওঙ্কার মন্ত্র জপ করবেন এবং এরপর সোমনাথ মন্দিরে আয়োজিত একটি বিশেষ ড্রোন শো উপভোগ করবেন। পরদিন অর্থাৎ ১১ জানুয়ারি সকালে তিনি ‘শৌর্য যাত্রা’য় অংশ নেবেন, যা মন্দিরের রক্ষায় আত্মবলিদান দেওয়া বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর এক বিশেষ অনুষ্ঠান। এরপর তিনি মন্দিরে পুজো দিয়ে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-এ জনসভায় ভাষণ দেবেন।

উন্নয়ন ও বাণিজ্যে নজর সোমনাথ থেকে প্রধানমন্ত্রী যাবেন রাজকোটে। সেখানে তিনি ‘ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলন’-এর উদ্বোধন করবেন। কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে একটি বিশাল বাণিজ্য মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি। রাজকোট থেকে প্রধানমন্ত্রী আমদাবাদে পৌঁছে মেট্রোর দ্বিতীয় পর্যায়ের অবশিষ্টাংশের উদ্বোধন করবেন।

কূটনৈতিক বৈঠক ও ঘুড়ি উৎসব ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী মোদীর সফরসঙ্গী হবেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। দুই রাষ্ট্রপ্রধান সবরমতী আশ্রম পরিদর্শন করবেন এবং সবরমতী রিভারফ্রন্টে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে সামিল হবেন। এরপর গান্ধীনগরের মহাত্মা মন্দিরে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তাঁরা, যেখানে ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছর পূর্তি উপলক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।