শেয়ার বাজারে রক্তক্ষরণ! টানা ৫ দিন পতনের পর সেনসেক্সের পতন ৮৩ হাজার স্তরে

ভারতীয় শেয়ার বাজারে পতনের ধারা অব্যাহত। শুক্রবার সেনসেক্স প্রায় ৭০০ পয়েন্ট কমে ৮৩,৫০৬ স্তরে এবং নিফটি ২৫,৬৬৫ পয়েন্টে এসে থমকেছে। গত পাঁচ সেশনে সেনসেক্স সব মিলিয়ে ২,২০০ পয়েন্ট খুইয়েছে। এর নেপথ্যে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক ডামাডোল কাজ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্ক ব্যবস্থার ওপর রায়ের অপেক্ষা করছে বাজার। এছাড়া রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহামের মন্তব্য যে রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির ওপর ৫০০% পর্যন্ত মার্কিন শুল্ক চাপানো হতে পারে, তা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। একই সঙ্গে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি বিলম্বিত হওয়া এবং টিসিএস বা এইচসিএল টেকের মতো বড় সংস্থাগুলির আসন্ন ত্রৈমাসিক ফলাফল নিয়ে অনিশ্চয়তা বাজারকে আরও নিম্নমুখী করেছে।