IPL-এ ফিরছেন মুস্তাফিজ? বিসিবি বনাম বিসিসিআই দ্বন্দ্বে নতুন মোড়, তুঙ্গে উত্তেজনা!

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছেছে। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, আইপিএল ২০২৬-এ মুস্তাফিজুর রহমানকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে বিসিসিআই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম নীতি-নির্ধারক আমিনুল ইসলাম এই জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন।
বিবাদের সূত্রপাত ও মুস্তাফিজ প্রসঙ্গ ঘটনার সূত্রপাত হয় যখন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও উত্তেজনার প্রেক্ষাপটে মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) পরামর্শ দেয় মুস্তাফিজকে স্কোয়াড থেকে মুক্ত করার জন্য। বিসিসিআই-এর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় বিসিবি। পালটা প্রতিক্রিয়ায় তারা সাফ জানিয়ে দেয় যে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না। বিসিবি ইতিমধ্যেই আইসিসি-র কাছে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছে।
বিসিবি সভাপতির কড়া প্রতিক্রিয়া ‘আজকের পত্রিকা’-র রিপোর্ট অনুযায়ী, মুস্তাফিজের আইপিএল ফেরা নিয়ে আমিনুল ইসলাম বলেন, “বিসিসিআই-এর সঙ্গে মুস্তাফিজের ফেরা নিয়ে আমার কোনো লিখিত বা মৌখিক আলোচনা হয়নি। এই খবরের কোনো ভিত্তি নেই।” অন্যদিকে, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়টিকে ‘জাতীয় অপমান’ হিসেবে দেখছেন। তার মতে, যদি বিসিসিআই কোনো ফ্র্যাঞ্চাইজিকে বলতে পারে যে একজন খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, তবে সেই দেশে খেলতে যাওয়াও নিরাপদ নয়।
বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা মেগা টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বইয়ে হওয়ার কথা। কিন্তু বিসিবি তাদের অবস্থানে অনড় থাকায় এবং আইসিসি-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এই মুহূর্তে বিশ্বকাপের সূচি নিয়ে বড়সড় ধোঁয়াশা তৈরি হয়েছে।