ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকে ধাক্কা বিলাসবহুল গাড়ির, প্রাণ হারালেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যা-সহ ৩ জন

শুক্রবার ভোরে ইনদওর সংলগ্ন রালামণ্ডল বাইপাসের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্তমান বিধায়ক বলা বচ্চনের কন্যা প্রেরণা বচ্চনের। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আনন্দ কাসলীওয়ালের পুত্র প্রখর এবং মনসিন্ধু নামে আরও এক যুবক। অনুষ্কা নামে এক তরুণী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, ভোর ৫টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে থাকা গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি ট্রাকের তলায় ঢুকে যায়। স্থানীয়রা গাড়ি কেটে আরোহীদের উদ্ধার করেন। পুলিশ ইতিমধ্যেই ট্রাক চালককে হেফাজতে নিয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।