Flipkart Republic Day Sale 2026: আইফোন ১৬ ও ১৭-এ অবিশ্বাস্য ছাড়! জানুন দিনক্ষণ

নতুন স্মার্টফোন বা ইলেকট্রনিক্স কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ফ্লিপকার্ট নিয়ে আসছে বছরের অন্যতম বৃহত্তম সেল। ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট ইতিমধ্যেই এই সেলের জন্য একটি বিশেষ মাইক্রোসাইট লাইভ করেছে, যা গ্রাহকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।
সেলের তারিখ ও বিশেষ সুবিধা ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল ২০২৬ আগামী ১৭ জানুয়ারি থেকে সাধারণ গ্রাহকদের জন্য উন্মুক্ত হবে। তবে যারা ফ্লিপকার্ট ‘ব্ল্যাক’ (Black) এবং ‘প্লাস’ (Plus) মেম্বার, তারা এক ধাপ এগিয়ে থাকবেন। এই বিশেষ সদস্যদের জন্য সেলটি শুরু হবে ২৪ ঘণ্টা আগে, অর্থাৎ ১৬ জানুয়ারি থেকেই তারা সেরা ডিলগুলো লুফে নেওয়ার সুযোগ পাবেন।
অতিরিক্ত সঞ্চয়ের সুযোগ কেবল পণ্যের দাম কমাই নয়, গ্রাহকদের অতিরিক্ত সাশ্রয়ের জন্য ফ্লিপকার্ট HDFC ব্যাংকের সাথে হাত মিলিয়েছে। কেনাকাটার সময় HDFC ক্রেডিট কার্ড ব্যবহার করলে মিলবে সরাসরি ১০% তাৎক্ষণিক ছাড়। এ ছাড়াও এক্সচেঞ্জ অফারে থাকছে পুরোনো ফোন বদলে নতুন ফোন নেওয়ার ক্ষেত্রে আকর্ষণীয় ভ্যালু। বাজেটের দুশ্চিন্তা কমাতে থাকছে নো-কস্ট ইএমআই (No-cost EMI) সুবিধাও।
কোন কোন পণ্যে নজর থাকবে? মাইক্রোসাইটের তথ্য অনুযায়ী, এই সেলে আইফোন ১৬ (iPhone 16) এবং আইফোন ১৭ (iPhone 17) সিরিজের ওপর বড়সড় প্রাইস ড্রপ দেখা যেতে পারে। এ ছাড়াও স্যামসাং, গুগল পিক্সেল, নাথিং, মোটোরোলা, ভিভো এবং ওপ্পোর মতো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকবে চোখ ধাঁধানো ডিসকাউন্ট। স্মার্টফোন ছাড়াও ল্যাপটপ, স্মার্ট টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং অডিও ডিভাইসে বিশাল অফার অপেক্ষা করছে। যদিও প্রতিটি পণ্যের সঠিক দাম এখনো গোপন রাখা হয়েছে, তবে সেলের তারিখ যত এগিয়ে আসবে, রহস্য তত উন্মোচিত হবে।