‘খুন-ধর্ষণ আর বিষাক্ত জল, এটাই কি বিজেপির ডাবল ইঞ্জিন?’ মোদী সরকারকে তুলোধোনা রাহুলের!

দেশের বর্তমান পরিস্থিতি এবং একাধিক জ্বলন্ত ইস্যু নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি অভিযোগ করেছেন যে, দেশজুড়ে ছড়িয়ে থাকা ভারতীয় জনতা পার্টির ‘ডাবল-ইঞ্জিন’ সরকার সাধারণ মানুষের জীবনকে কার্যত ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। রাহুলের মতে, ক্ষমতার অপব্যবহার, অহংকার এবং দুর্নীতির বিষ আজ বিজেপির রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে।

রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় জানান, বর্তমান ব্যবস্থায় দরিদ্র, অসহায় শ্রমিক এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবন কেবল সরকারি খাতার পরিসংখ্যান হয়ে দাঁড়িয়েছে। উন্নয়নের নামে চলছে এক বিশাল চাঁদাবাজির চক্র। উত্তরাখণ্ডের অঙ্কিতা ভান্ডারি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, “কোন বিজেপি ভিআইপি-কে বাঁচানোর চেষ্টা করছে প্রশাসন? আইন কি সবার জন্য সমান নয়?”

উত্তরপ্রদেশের উন্নাও কাণ্ডের স্মৃতি উস্কে দিয়ে রাহুল বলেন, ক্ষমতার দম্ভ কীভাবে অপরাধীদের সুরক্ষা দেয় এবং বিচার পেতে ভুক্তভোগীকে কত বড় মূল্য দিতে হয়, তা দেশবাসী দেখেছে। শুধু অপরাধ নয়, জনস্বাস্থ্যের অবনতি নিয়েও সরব হন তিনি। ইন্দোরে বিষাক্ত জল পান করে মৃত্যু থেকে শুরু করে গুজরাট, হরিয়ানা ও দিল্লিতে দূষিত পানীয় জল সরবরাহের অভিযোগ তুলে তিনি বলেন, মানুষ আজ আতঙ্কে দিন কাটাচ্ছে।

পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ লুঠের অভিযোগ তুলে রাহুল বলেন, রাজস্থানের আরাবল্লি পর্বত থেকে শুরু করে খনিজ সম্পদ—সবই আজ পুঁজিপতিদের লোভের বলি। জঙ্গল ধ্বংস হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে, আর তার বিনিময়ে সাধারণ মানুষ পাচ্ছে কেবল ধুলো, দূষণ এবং প্রাকৃতিক বিপর্যয়।

সরকারি পরিকাঠামোর কঙ্কালসার চেহারা তুলে ধরে তিনি বলেন, কাশির সিরাপে শিশুর মৃত্যু, হাসপাতালে ইঁদুরের কামড়ে নবজাতকের মৃত্যু কিংবা সরকারি স্কুলের ছাদ ভেঙে পড়া কোনো দুর্ঘটনা নয়, বরং দুর্নীতির প্রত্যক্ষ ফল। বারবার ট্রেন দুর্ঘটনা, সেতু বা রাস্তা ভেঙে পড়ার ঘটনা ঘটলেও সরকার কেবল ছবি তোলা এবং টুইটেই সীমাবদ্ধ থাকে। রাহুলের চূড়ান্ত আক্রমণ, “মোদীর ডাবল ইঞ্জিন কেবল কোটিপতিদের জন্য চলে। সাধারণ ভারতীয়দের কাছে এই সরকার উন্নয়নের নয়, বরং বিনাশের প্রতীক।”