বাবার সিনেমার প্রস্তাব সটান ফিরিয়ে দিয়েছিলেন ঋষি! রাজ কাপুরের মুখের ওপর কেন না বলেছিলেন ‘চিিন্টু’?

রাজ কাপুর মানেই ভারতীয় সিনেমার এক বিশাল প্রতিষ্ঠান। তাঁর ছবিতে কাজ করার জন্য উদগ্রীব থাকতেন তাবড় অভিনেতারা। কিন্তু নিজের ছেলে ঋষি কাপুর একবার বাবার ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন স্রেফ ‘রাতের শ্যুটিং’ এড়াতে! পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা সম্প্রতি ‘দিল্লি ৬’ সিনেমার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে এই ঘটনার স্মৃতিচারণ করেন।

মেহরা জানান, ঋষি কাপুর তাঁকে বলেছিলেন যে রাজ কাপুর একবার তাঁকে একটি ছবির প্রস্তাব দেন যেখানে মাত্র ২-৩ দিন রাতে শ্যুটিং করার কথা ছিল। কিন্তু ঋষি রাতের শ্যুটিং এতটাই অপছন্দ করতেন যে খোদ বাবার ছবিই ছেড়ে দিয়েছিলেন। মেহরার ‘দিল্লি ৬’ সিনেমাটির বেশিরভাগ শ্যুটিং রাতে হওয়ায় ঋষি প্রথমে একটু থমকালেও শেষ পর্যন্ত কাজটি করেছিলেন। বাবার প্রতি অগাধ শ্রদ্ধা থাকলেও নিজের পছন্দ-অপছন্দের ক্ষেত্রে ঋষি কাপুর যে কতটা সোজাসাপ্টা ও সাহসী ছিলেন, এই ঘটনা তারই প্রমাণ।