তামিম ইকবাল এবার ‘ভারতের দালাল’! বিশ্বকাপ বিতর্কের মাঝে প্রাক্তন অধিনায়ককে নজিরবিহীন আক্রমণ বিসিবি কর্তার

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে বিসিবির অনড় অবস্থানের মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন বোর্ডের ডিরেক্টর নাজমুল ইসলাম। বাংলাদেশের সফলতম ওপেনার তামিম ইকবাল বাস্তব পরিস্থিতির কথা বিচার করে আইসিসি-র সঙ্গে সংঘাতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর পরামর্শ দিয়েছিলেন। তামিমের যুক্তি ছিল, বিসিবির আয়ের সিংহভাগ আসে আইসিসি থেকে, তাই বিসিসিআই বা আইসিসি-র সঙ্গে সরাসরি সংঘাতে গেলে দীর্ঘমেয়াদী ক্ষতি হবে বাংলাদেশের ক্রিকেটের।
এই মন্তব্যের পরই ফেসবুকে তামিমকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলে আক্রমণ করেন নাজমুল ইসলাম। একজন জাতীয় নায়ককে এভাবে ব্যক্তিগত আক্রমণ করায় ক্ষোভে ফেটে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ইতিমধ্যে ভারতে খেলতে না যাওয়ার ঘোষণা দিয়েছে এবং আইসিসি-র পয়েন্ট কাটার হুঁশিয়ারি সত্ত্বেও তারা নিজেদের অবস্থানে অনড়। এই প্রশাসনিক ও ব্যক্তিগত সংঘাতের ছায়া মাঠের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।