Toyota Price Hike: নতুন বছরে পকেটে টান! ইনোভা থেকে ফরচুনার—একলাফে অনেকটা দাম বাড়াল টয়োটা

২০২৬ সালের শুরুতেই ভারতীয় গাড়ি বাজারে বড়সড় রদবদল আনল টয়োটা কির্লোস্কর মোটর। জানুয়ারি মাস থেকেই টয়োটা তাদের পোর্টফোলিওতে থাকা জনপ্রিয় মডেলগুলোর দাম বাড়ানোর ঘোষণা করেছে। এর পাশাপাশি বেশ কিছু গাড়ির ভেরিয়েন্ট লাইন-আপেও সংশোধন করা হয়েছে। ইনোভা ক্রিস্টা, হাইক্রস এবং ফরচুনারের মতো প্রিমিয়াম গাড়ির দাম বাড়লেও, টেজার, রুমিয়ন বা হিলাক্সের মতো মডেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

ইনোভা সিরিজে বড় বদল: টয়োটার জনপ্রিয় ডিজেলে চালিত এমপিভি ইনোভা ক্রিস্টার দাম ৩৩,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্তমানে এই গাড়ির এক্স-শোরুম দাম ১৮.৯৯ লক্ষ টাকা থেকে ২৫.৫৩ লক্ষ টাকার মধ্যে। অন্যদিকে, ইনোভা হাইক্রসের বেস ভেরিয়েন্ট ‘G’ বন্ধ করে দিয়েছে কোম্পানি। হাইক্রসের দাম ৩১,০০০ থেকে ৪৮,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। হাইব্রিড রেঞ্জের টপ-স্পেক ZX (O) ভেরিয়েন্টে সবচেয়ে বেশি দাম বেড়েছে।

ফরচুনারের দাম আকাশছোঁয়া: এসইউভি প্রেমীদের জন্য দুঃসংবাদ হলো, ফরচুনার এবং লেজেন্ডারের দাম রেকর্ড হারে বাড়ানো হয়েছে। ফরচুনারের বিভিন্ন মডেলের দাম ৫১,০০০ থেকে শুরু করে ৭৪,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ফরচুনার GR-S ভেরিয়েন্টে সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে। বর্তমানে ফরচুনারের দাম ৩৪.১৬ লক্ষ টাকা থেকে শুরু হয়ে টপ মডেলের ক্ষেত্রে ৪৯.৫৯ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছেছে। এর পাশাপাশি ‘লিডার’ ভেরিয়েন্টটি পাকাপাকিভাবে বন্ধ করে দিয়েছে টয়োটা।

রুমিয়নের এন্ট্রি লেভেল বন্ধ: বাজেট ফ্রেন্ডলি এমপিভি টয়োটা রুমিয়নের ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি এর সবচেয়ে সস্তা ‘E MT’ ভেরিয়েন্টটি বন্ধ করে দিয়েছে। এর ফলে রুমিয়নের প্রারম্ভিক দাম এখন ১০.৪৪ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে, যা আগে ৯.৫১ লক্ষ টাকা থেকে শুরু হতো। তবে বিদ্যমান ভেরিয়েন্টগুলোর দামে কোনো পরিবর্তন করা হয়নি।