নজিরবিহীন সংঘাত! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে ইডি, আই-প্যাক কাণ্ডে চাইল সিবিআই তদন্ত

রাজ্য প্রশাসন বনাম কেন্দ্রীয় এজেন্সির লড়াই এবার দেশের বিচারব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন মোড় নিল। আই-প্যাক (I-PAC) অফিসে তল্লাশিতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলেছেন— এই বিস্ফোরক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুধু তা-ই নয়, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়েছে তারা।
ইডির মূল অভিযোগগুলি কী কী?
তদন্তে হস্তক্ষেপ: মুখ্যমন্ত্রী নিজের পদের অপব্যবহার করে সক্রিয় তল্লাশিতে বাধা দিয়েছেন।
নথি লোপাট: ইডির দাবি, মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ‘ডিজিটাল এভিডেন্স’ এবং সেই বহুচর্চিত ‘সবুজ ফাইল’ নিয়ে বেরিয়ে গেছেন।
পুলিশের ভূমিকা: পিটিশনে উল্লেখ করা হয়েছে, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে। তাই রাজ্য পুলিশের বদলে সিবিআই-কে দিয়ে এই ঘটনার তদন্ত করানো প্রয়োজন।
পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের: মুখ্যমন্ত্রী ইতিপূর্বেই দাবি করেছেন, আই-প্যাক তৃণমূলের আইটি সেল এবং বিজেপি তাঁর দলের নির্বাচনী রণনীতি ‘চুরি’ করার চেষ্টা করছে। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ কটাক্ষ করে বলেছেন, “বিজেপি চাইলে ট্রাম্পকেও আমেরিকা থেকে আনতে পারে, কিন্তু ২০২৬-এর নির্বাচনে মানুষ ব্যালটেই জবাব দেবে।” ইডি বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আইনি লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।