সন্তানদের ব্ল্যাকমেল করে ছবি তোলান করিনা! ছুটির মেজাজে সইফ-পত্নীর মজাদার স্বীকারোক্তি

ছুটির দিনে সন্তানদের দিয়ে ঠিকঠাক ছবি তোলানো যে কতটা ঝক্কির কাজ, তা স্বীকার করে নিলেন করিনা কাপুর খান। সম্প্রতি একটি মিম শেয়ার করে করিনা জানান, তিনিও বাকি সব মায়েদের মতোই তৈমুর আর জেহ-কে আইসক্রিমের লোভ দেখিয়ে বা বকুনি দিয়ে ছবির জন্য পোজ দেওয়াতেন। মজার ছলে তিনি লেখেন, “এটা একেবারে আমি!” বর্তমানে স্বামী সইফ ও দুই ছেলেকে নিয়ে এক বিলাসবহুল ছুটিতে রয়েছেন অভিনেত্রী।
তবে হাসিমজার মাঝেই ২০২৫ সালের সেই কঠিন সময়ের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন করিনা। গত বছর জানুয়ারি মাসে তাঁদের নিজের বাড়িতেই সইফ আলি খানের ওপর এক দুষ্কৃতী হামলা চালিয়েছিল। একাধিক ছুরির আঘাতে গুরুতর জখম সইফকে দীর্ঘ সময় হাসপাতালে কাটাতে হয়েছিল। সেই স্মৃতি মনে করে করিনা লেখেন, “২০২৫ আমাদের জন্য ভীষণ কঠিন ছিল। অনেক কান্না আর প্রার্থনার পর আজ আমরা এখানে। এই বছরটা শিখিয়েছে ভালোবাসা সব জয় করতে পারে আর আমাদের সন্তানরা ধারণার থেকেও বেশি সাহসী।”