এক ফোনেই ঘরে আসবে পুরুলিয়ার ছৌ মুখোশ! শিল্পীদের মুখে হাসি ফুটিয়ে বড় উদ্যোগ ডাক বিভাগের

পুরুলিয়ার জঙ্গলমহলের বিশ্ববিখ্যাত ঐতিহ্য ‘ছৌ মুখোশ’ এখন আরও সহজে পৌঁছে যাবে দেশ-বিদেশের গ্রাহকদের দোরগোড়ায়। পর্যটকদের বহনের ঝক্কি ও অতিরিক্ত কুরিয়ার চার্জের সমস্যার সমাধানে এগিয়ে এল ভারতীয় ডাক বিভাগ। দক্ষিণবঙ্গ-সহ সারা দেশে ছৌ মুখোশ পৌঁছে দিতে ‘রেল ডাক পরিষেবা’ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

চড়িদার শিল্পীরা এই সিদ্ধান্তে খুশি হলেও একটি ভৌগোলিক সমস্যার কথা জানিয়েছিলেন। জেলা সদর থেকে চড়িদার দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার হওয়ায় মুখোশ বুকিং করতে যাওয়া ছিল ব্যয়সাপেক্ষ। শিল্পীদের এই সমস্যার কথা মাথায় রেখে দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলী এক যুগান্তকারী ঘোষণা করেছেন। তিনি জানান, শিল্পীদের আর পুরুলিয়া শহরে আসতে হবে না। ডাক বিভাগের কর্মীরা সরাসরি শিল্পীদের দোরগোড়ায় গিয়ে মুখোশ সংগ্রহ করবেন।

এখন থেকে মাত্র একটি ফোন কলেই ডাক কর্মীরা পৌঁছে যাবেন শিল্পী বা বিক্রেতার কাছে। কোনো বাড়তি চার্জ ছাড়াই, শুধুমাত্র নির্ধারিত স্পিড পোস্টের মূল্যে পুরুলিয়ার এই ঐতিহ্যবাহী শিল্প পৌঁছে যাবে দেশের যেকোনো প্রান্তে। এর ফলে শিল্পীদের আয় বাড়বে এবং বিশ্বদরবারে ছৌ শিল্পের প্রসারে এক নতুন দিগন্ত খুলে যাবে।