আইপ্যাক কাণ্ডে এবার থানায় মুখ্যমন্ত্রী! অজ্ঞাতপরিচয় ইডি আধিকারিকদের বিরুদ্ধে মামলার পাহাড়
January 9, 2026

আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি ঘিরে সংঘাত এবার চরম আকার নিল। ইডি যখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধার অভিযোগ তুলেছে, ঠিক তখনই পাল্টা অজ্ঞাতপরিচয় ইডি ও সিআরপিএফ আধিকারিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার শেক্সপিয়র সরণি থানায় স্বয়ং মুখ্যমন্ত্রীর তরফে এই অভিযোগ জমা পড়েছে।
অভিযোগে বলা হয়েছে, তল্লাশির সময় গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ডেটা এবং সংবেদনশীল নথিপত্র ‘চুরি’ করা হয়েছে। লালবাজার ও বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, শেক্সপিয়র সরণি থানায় মোট দুটি মামলা হয়েছে—একটি মুখ্যমন্ত্রীর তরফে এবং অন্যটি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা। অন্যদিকে, সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতেও একই ধরনের একাধিক অভিযোগ জমা পড়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, রাজনৈতিক কৌশলের নথি ছিনিয়ে নেওয়া হয়েছে, যা আইনত ‘ক্রাইম’।