গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড, ৩ ভাঁজ করা ফোন আনলো স্যামসাং, জেনেনিন ফিচার

লাস ভেগাসে শুরু হওয়া বিশ্বের বৃহত্তম প্রযুক্তি প্রদর্শনী সিইএস (CES) ২০২৬-এর মঞ্চে এখন সবার নজর একটাই ডিভাইসের দিকে— স্যামসাংয়ের বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি জেড ট্রাই-ফোল্ড (Galaxy Z Tri-Fold)। এতদিন যা ছিল স্রেফ বিজ্ঞান কল্পকাহিনী বা রেন্ডার ছবিতে সীমাবদ্ধ, এবার সেই তিন ভাঁজওয়ালা স্মার্টফোন সরাসরি হাতে পেয়ে চমকে গেছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
প্রথম দর্শনে কেমন এই ট্রাই-ফোল্ড?
বিখ্যাত প্রযুক্তি বিষয়ক পোর্টাল ‘ম্যাশেবল’-এর এক সাংবাদিক ফোনটি সরাসরি ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তাঁর মতে:
-
ডিসপ্লে: সম্পূর্ণ খোলা অবস্থায় ফোনটি একটি বড় ট্যাবলেটের মতো কাজ করে এবং এর অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে অত্যন্ত উজ্জ্বল ও ঝকঝকে।
-
ডিজাইন: অবিশ্বাস্যভাবে পাতলা হওয়ার কারণে এটি ভাঁজ করা সহজ। তবে তিন ভাঁজের এই ফর্ম ফ্যাক্টরে অভ্যস্ত হতে ইউজারদের কিছুটা সময় লাগবে।
-
ভাঁজ করা অবস্থা: ফোনটি যখন সম্পূর্ণ ভাঁজ করা থাকে, তখন এটি সাধারণ স্মার্টফোনের তুলনায় কিছুটা বেশি পুরু বা মোটা মনে হয়।
অপেক্ষায় অ্যাপল, দৌড়ে এগিয়ে স্যামসাং
বিশেষজ্ঞদের মতে, এই ফোনটি লঞ্চ করে স্যামসাং সরাসরি অ্যাপলকে বার্তা দিয়েছে। যেখানে অ্যাপল এখনও তাদের প্রথম ফোল্ডেবল আইফোন বাজারে আনতে হিমশিম খাচ্ছে, সেখানে স্যামসাং তিন ভাঁজের প্রযুক্তিতেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। সিইএস-এর ‘ফার্স্ট লুক’ অনুষ্ঠানে স্যামসাং ২০২৬ সালকে ‘এআই-নির্ভর জীবনের সঙ্গী’ বানানোর বছর হিসেবে ঘোষণা করেছে।
দাম ও লভ্যতা
বর্তমানে এই ফোনটি কেবল দক্ষিণ কোরিয়ায় সীমিত পরিসরে পাওয়া যাচ্ছে। তবে বিশ্ববাজারের জন্য কিছু তথ্য সামনে এসেছে:
-
সম্ভাব্য দাম: প্রায় ২,৫০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকারও বেশি)। এটিই হবে স্যামসাংয়ের ইতিহাসের সবথেকে দামি ফোন।
-
লঞ্চের তারিখ: ধারণা করা হচ্ছে, ২০২৬-এর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্টে S26 সিরিজের সঙ্গেই এর গ্লোবাল রিলিজের ঘোষণা আসবে।
বিক্রিতে লোকসান দিচ্ছে স্যামসাং?
মর্মান্তিক হলেও সত্যি যে, এই অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করতে যা খরচ হচ্ছে, সেই তুলনায় দাম রাখলে ফোনটির বিক্রি হবে না। তাই প্রতিটি ট্রাই-ফোল্ড ফোন বিক্রিতে স্যামসাং আপাতত লোকসান গুনছে। বিশ্লেষকদের মতে, এটি সাধারণ মানুষের ব্যবহারের চেয়েও স্যামসাংয়ের ‘প্রুফ অব কনসেপ্ট’ হিসেবে বেশি গুরুত্বপূর্ণ, যা প্রমাণ করে ফোল্ডেবল ফোনের ভবিষ্যৎ আসলে স্যামসাংয়ের হাতেই।